বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Stone Pelted at Hool Express: বন্দে ভারতে পাথর ছোঁড়ার অভিযোগের মাঝেই রবিবার 'আক্রান্ত' আরও এক এক্সপ্রেস ট্রেন

Stone Pelted at Hool Express: বন্দে ভারতে পাথর ছোঁড়ার অভিযোগের মাঝেই রবিবার 'আক্রান্ত' আরও এক এক্সপ্রেস ট্রেন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হুল এক্সপ্রেসের দরজার ভাঙা কাচের ছবি। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হুল এক্সপ্রেসের দরজার ভাঙা কাচের ছবি। যাত্রীদের অভিযোগ, দুপুর আড়াইটে নাগাদ উখড়া স্টেশন পেরোতেই ট্রেনের দরজার কাঁচে এই ঢিল এসে লেগেছিল।

রবিবারই জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারতে ফের একবার পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে। যদিও রেলের তরফে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে জানানো হয়েছিল যে এই নিয়ে কোনও কেস রেজিস্টার করা হয়নি। আর এরই মধ্যে এবার অভিযোগ উঠল, রবিবার হুল এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে। এই নিয়ে একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, ট্রেনের দরজার কাচ ভেঙে পড়ে আছে কামরার মেঝেতে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে অনেক যাত্রীও সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছেন।

বাংলায় একের পর এক ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় যাত্রী নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই আবহে জানা যায়, রবিবার দুপুর দেড়টা নাগাদ সিউড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়া হুল এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়। যাত্রীদের অভিযোগ, দুপুর আড়াইটে নাগাদ উখড়া স্টেশন পেরোতেই ট্রেনের দরজার কাঁচে একটি ঢিল এসে লাগে। যেদিকে কামরার দরজা খোলা ছিল, সেদিক দিয়ে ঢিল ছোড়া হয়। ঢিলটা গিয়ে অপরদিকের বন্ধ দরজায় লাগে। সেই দরজার জানলার কাচ ভেঙে মেঝেতে পড়ে। ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনের মেঝেতে পড়ে থাকা ভাঙা কাচের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

এদিকে গতরাতে নিউ জলপাইগুড়ি থেকে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ায় এসে পৌঁছলে একাধিক যাত্রী সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, ট্রেনে পাথর ছোঁড়া হয়েছিল। যাত্রীরা রেল পুলিশের কাছে বিষয়টি জানান। তবে পাথর হামলার অভিযোগ করেছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। সব্যসাচী বাবু জানান, কোনও পাথর ছোড়ার ঘটনা ঘটেনি। তিনি বলেন, 'একটি স্ক্র্যাচ দেখিয়ে একাধিক টিভি চ্যানেল দাবি করছে ট্রেনে হামলা করা হয়েছিল। তবে এই নিয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। কোনও ক্ষয়ক্ষতির খবরও মেলেনি।'

উল্লেখ্য, যাত্রী পরিষেবা চালুর পরই পরপর দু'দিনে দু'বার পাথ ছোঁড়ার ঘটনা ঘটেছিল বন্দে ভারত এক্সপ্রেসে। যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতাদের অভিযোগের আঙুল ছিল তৃণমূলের দিকে। তবে জানা যায়, দ্বিতীয় পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছিল বিহারে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছিলেন, গত মঙ্গলবার বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছিল এনজেপি ঢোকার কিছু আগে। বিহার বাংলা সীমান্তে এই ঘটনা ঘটে বেলা ১২টা ৫৫ মিনিট নাগাদ। পাথর ছোঁড়ার ঘটনায় রাজ্য জিআরপি এবং রাজ্য পুলিশের সঙ্গে তদন্ত করে তিন নাবালককে গ্রেফতার করে। উল্লেখ্য, ট্রেনে লাগানো সিসিটিভি ক্যামেরাতে বন্দি হওয়া ভিডিয়ো থেকেই চিহ্নিত করা হয়েছে এই তুন অভিযুক্তকে। এর আগে গত ২ ডিসেম্বর সন্ধ্যায় হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। মালদার কুমারগঞ্জ এলাকায় এই হামলা হয় বলে জানায় রেল পুলিশ। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল একটি কারমার দরজা।

বাংলার মুখ খবর

Latest News

হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.