ফের চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। বনগাঁ-শিয়ালদা শাখার যাত্রী বোঝাই চলন্ত ট্রেনে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। পাথরের আঘাতে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত যাত্রীর নাম পীযূষ সাহা। তিনি চাঁদপাড়ার বাসিন্দা। ট্রেনটি হাবড়ার কাছাকাছি ৩০ গেট রেলগেট লাগোয়া এলাকায় পৌঁছতেই ট্রেন লক্ষ্য পথরবাজরা হামলা চালায় বলে অভিযোগ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে জিআরপি এবং আরপিএফ।
হাওড়া শাখার একাধিক লাইনে ১৪টি লোকাল বাতিল থাকবে আরও দেড় মাস
রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদাগামী ডাউন ট্রেনটি সংহতি স্টেশন ছাড়ার পর হাহাবড়ার ৩০ নম্বর রেলগেটের কাছে আসতেই পাথরবাজরা হামলা চালায়। সেই সময় রেলের দরজায় দাঁড়িয়ে ছিলেন পীযূষ সাহা। পাথরের আঘাতে তিনি গুরুতর চোট পেয়েছেন। ট্রেনটি পরবর্তী স্টেশনে পৌঁছনোর পরেই যাত্রীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ভর্তি করেন। ওই যাত্রীর আঘাত এতটাই গুরুতর যে তাকে পরবর্তী সময়ে কলকাতার আরজিকর হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। পাথরের আঘাতে যুবকের নাকে গভীর ক্ষত তৈরি হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ঠাকুরনগর থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন ব্যক্তিগত কাজে।
কিছুদিন আগে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ সামনে এসেছিল। বারবার এই ঘটনায় চলন্ত ট্রেনের মধ্যেই যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে প্রশ্ন উঠেছে রেল পুলিশের ভূমিকা নিয়ে। এই ঘটনায় রেল যাত্রা নিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রেল প্রশাসনকে নজরদারি আরও বাড়ানোর আবেদন জানিয়েছেন যাত্রীরা।