বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > যে পাড়ায় ভোট মেলেনি সেখানে ‘উন্নয়ন’-এর কাজ বন্ধ রাখার নির্দেশ অনুব্রতর

যে পাড়ায় ভোট মেলেনি সেখানে ‘উন্নয়ন’-এর কাজ বন্ধ রাখার নির্দেশ অনুব্রতর

মঙ্গলবার দুবরাজপুরে কর্মিসভায় অনুব্রত মণ্ডল

এদিন বুথ সভাপতির কাছে ভোটে পিছিয়ে পড়ার কারণ জানতে চান অনুব্রত। জবাবে তিনি বলেন, মুখার্জি পাড়ায় ভোট খারাপ হয়েছে। সেখান থেকে ভোট পাওয়া যায়নি।

দলীয় কর্মিসভায় ফের বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। এবার যে পাড়ায় ভোট মেলেনি সেখানে ‘উন্নয়ন’-এর কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। অনুব্রতর চ্যালেঞ্জ, দেখি, বিজেপি কাজ করে দেয় না কি? মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত নাগরাকোন্দা বুথ সভাপতিকে এই নির্দেশ দেন অনুব্রত। অনুব্রতর মন্তব্যের নিন্দা করেছে বিজেপি। 

বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা জুড়ে বুথ সম্মেলন করছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত। মঙ্গলবার ছিল দুবরাজপুর বিধানসভা এলাকার বুথগুলির সভা। সেখানেই ৫৬ নম্বর নাগরাকোন্দা বুথের সভাপতি চন্দ্রশেখর বাগদিকে হেরে যাওয়া এলাকায় কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন অনুব্রত। গত বিধানসভা নির্বাচনে ওই বুথে তৃণমূলের থেকে ২৩৫ ভোটে এগিয়ে ছিল বিজেপি। 

এদিন বুথ সভাপতির কাছে ভোটে পিছিয়ে পড়ার কারণ জানতে চান অনুব্রত। জবাবে তিনি বলেন, মুখার্জি পাড়ায় ভোট খারাপ হয়েছে। সেখান থেকে ভোট পাওয়া যায়নি। 

জবাবে অনুব্রত বলেন, ‘ওই পাড়ায় কাল থেকে কাজ বন্ধ রাখুন। কোনও কাজ করবেন না। দেখি বিজেপি কাজ করে দেয় কি না। অন্যায় বলছি?’

এর পর কেষ্টদা আরও সুর চড়ান। বলেন, ‘দেখি দিল্লি থেকে এসে কাজ করে দেয় কি না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেননি? তার পরও বিজেপিকে ভোট দিতে বিবেকে লাগল না? বিবেক বলে কি কোনও জিনিস নেই?’

অনুব্রত মণ্ডলের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ‘কেন্দ্রীয় বা রাজ্য সরকার উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করে তা সাধারণ মানুষের করের টাকা। এই টাকা অনুব্রতবাবুর ব্যক্তিগত টাকা নয়। তাই কাজ বন্ধ করতে বলার অধিকার তাঁর নেই। ক্ষমতার দম্ভে বুঁদ হয়ে গেলে মানুষ এরকম মন্তব্য করে। পতন আসন্ন বুঝে এখন ভোট পেতে সরাসরি হুমকি দিতে হচ্ছে।’

বাংলার মুখ খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.