বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Berhampur: প্রিয় প্রধান শিক্ষকের বদলির নির্দেশে মর্মাহত গ্রামবাসীরা, বদলি রুখতে বিক্ষোভ

Berhampur: প্রিয় প্রধান শিক্ষকের বদলির নির্দেশে মর্মাহত গ্রামবাসীরা, বদলি রুখতে বিক্ষোভ

স্কুলের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। নিজস্ব ছবি 

প্রধান শিক্ষক গত ১৪ বছর ধরে এই স্কুলের পাশাপাশি এই অঞ্চলে বহু সেবামূলক কাজ করে এলাকার উন্নয়ন ঘটিয়েছেন। একদিকে, যেমন স্কুলে চোখ ধাঁধানো পরিবেশ তৈরি করেছেন তেমনি গ্রামের উন্নয়নেও হাত লাগিয়েছেন। 

একসময় স্কুলে পঠন-পাঠন সেরকম হত না। স্কুলে পড়াশোনার পরিবেশও সেরকম ছিল না। তবে নতুন প্রধান শিক্ষক আসার পরে ভোল বদলাতে থাকে সেই স্কুলের। শিক্ষার মান উন্নয়ন হওয়ার পাশাপাশি স্কুল ভবনের প্রভূত উন্নতি হয়েছে। একাধিক পুরস্কারও জিতে নিয়েছে সেই স্কুল। আর সেই সমস্ত কিছুর মূল কান্ডারী হলেন প্রধান শিক্ষক। তাই প্রিয় প্রধান শিক্ষককে কোনওভাবেই ছাড়তে চাননি গ্রামবাসীরা। আর সেই প্রধান শিক্ষকের বদলির নির্দেশ আসতেই মর্মাহত হয়ে পড়লেন পড়ুয়া, অভিভাবক থেকে শুরু করে এলাকাবাসীরা। প্রিয় হেডমাস্টারের বদলি রুখতে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ চালালেন পড়ুয়া, অভিভাবক এবং এলাকাবাসীরা। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুরের হিকমপুর উচ্চ বিদ্যালয়ের। স্কুলের প্রধান শিক্ষকের নাম সঞ্জয় মুখোপাধ্যায়।

এলাকাবাসীদের কথায়, প্রধান শিক্ষক গত ১৪ বছর ধরে এই স্কুলের পাশাপাশি এই অঞ্চলে বহু সেবামূলক কাজ করে এলাকার উন্নয়ন ঘটিয়েছেন। একদিকে, যেমন স্কুলে চোখ ধাঁধানো পরিবেশ তৈরি করেছেন তেমনি গ্রামের উন্নয়নেও হাত লাগিয়েছেন। আগামি কয়েক দিনের মধ্যে এই প্রধান শিক্ষক বদলি হয়ে যাবেন শুনতে পেরে এলাকার মানুষ অভিভাবক ও ছাত্ররা মর্মাহত ও হতাশায় ভুগছেন। যে কোনওভাবেই এই শিক্ষকের বদলি আটকাতে চায়ছেন গ্রামবাসীরা। তাই আজ সকালে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীরা এই স্কুলের সামনে বিক্ষোভ করেন। স্কুলের গেটের তালা লাগিয়ে দেন।

গ্রামবাসীরা জানান, বদলির নির্দেশ রুখতে প্রয়োজনে তারা ডিআই অফিস এমনকি শিক্ষা ভবনের সামনেও আন্দোলন চালাবেন। প্রধান শিক্ষকের কৃতিত্বের কথা স্বীকার করেছেন স্কুলের অন্যান্য শিক্ষকরাও। সহকারী প্রধান শিক্ষক হাসিবুল খান বলেন, ‘আমি ২০১০ সালের স্কুলে যোগ দিয়েছিলাম। সেই সময় স্কুলে মাত্র চারটি ঘর ছিল। তবে বর্তমানে ওই স্কুলের প্রভূত উন্নতি হয়েছে। আর এসবই হয়েছে প্রধান শিক্ষকের হাত ধরে।’ এই বিদ্যালয় একাধিক সম্মান পেয়েছে বলে তিনি জানান।

বন্ধ করুন