স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে প্রতিবছর ম্যারাথন দৌড়ের আয়োজন করে থাকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। এবছরও রবিবার এই দিনে বিশ্ববিদ্যালয়ের তরফে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। তাতে অংশগ্রহণ করেছিলেন অনেকেই। আর সেই দৌড় শুরু হতেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল। দৌড়ের মাঝেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এক ছাত্র। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাত্রের নাম রেয়াশ রাই। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: খড়গপুর IIT ছাত্রের মৃত্যু, পরীক্ষার জন্য সংগ্রহ করা হল ভিসেরার নমুনা
জানা গিয়েছে, রেয়াশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। তিনি নর্থজোন গরুবাথান এলাকার বাসিন্দা। কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে এবার পাতলাখাওয়া থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবধি আট কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। ম্যারাথন শুরু হয় সকালে। সবমিলিয়ে ২৪১ জন ছাত্র-ছাত্রী ম্যারাথনে অংশ নিয়েছিলেন। তাতে রেয়াশও অংশ নিয়েছিলেন। ম্যারাথন দৌড় শুরু করার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পড়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এবিষয়ে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুৎকুমার পাল জানিয়েছেন। প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের তরফে ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে যুবকদের উৎসাহিত করতে এই ম্যারাথনের আয়োজন করা হয়ে থাকে। সেই সময় ওই ছাত্র প্রথমে অসুস্থ হয়ে পড়েন ও পরে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে দৌড়ানোর পর রেয়াশ হঠাত রাস্তায় বসে পড়েছিলেন। এরপর শুয়ে পড়েন। ছাত্রকে অসুস্থ অবস্থায় দেখে স্বেচ্ছাসেবকরা গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে অ্যাম্বুলেন্সে করে পুন্ডিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। আচমকা একজন তরতাজা যুবকের প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া নেমেছে পরিবারে। শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সম্পর্কে পুলিশ খোঁজখবর নিয়েছে বলে জানা গিয়েছে।