উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এখন উপাচার্য নেই। ফিনান্স অফিসার থেকে শুরু করে রেজিস্ট্রারও নেই। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থায় ভুগতে হচ্ছে পড়ুয়াদের বলে অভিযোগ। আর তাই ক্ষোভে ফুঁসছে পড়ুয়ারা। এই পরিস্থিতিতে হঠাৎ করে আবাসিক ছাত্রদের খাবার বন্ধ হয়ে গেল। আর তাতেই তুমুল বিক্ষোভ শুরু হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। আজ, বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকে আবাসিক ছাত্ররা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে একটি নোটিশ জারি করে মেস বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিন ‘ভাত চাই–ভাত দাও’ স্লোগান তুলে সরব হয়েছে পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, এখন বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থা যে সামান্য চাল কেনার টাকাটুকুও নেই। যার জেরে বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে রান্না করা যাচ্ছে না। মঙ্গলবার রাতে নোটিশ দিয়ে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ, বুধবার বন্ধ থাকবে খাবার। তাই ক্ষোভে ফেটে পড়েছে পড়ুয়ারা। বহু দূর–দূরান্ত থেকে এখানে পড়তে আসে ছাত্রছাত্রীরা। সেখানে এখন খাবো কী?
এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র সুপ্রিয় দাসের কথায়, ‘বিশ্ববিদ্যালয়ের হস্টেলে নোটিশ দিয়ে মেস বন্ধ করা হল। আমরা দু’বেলা এখানে খাবার খাই। বাইরে খাওয়ার মতো সামর্থ্য নেই। আমরা খাবার কোথায় পাব?’ আর এক ছাত্র সুজন রায় বলেন, ‘আজকে থেকে আমরা খাবার পাব না। তাই খাবারের জন্য বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের একটাই দাবি আমাদের ভাত চাই। আর অতি দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে।’
অন্যদিকে অভিযোগ উঠছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মীদের প্রায় সাড়ে তিন কোটি টাকার পিএফ জমা পড়েনি। জুনিয়র রিসার্চ ফেলোদের কাজ করতে গিয়ে অনুমোদন মিলছে না। বিক্ষোভ দেখে ছুটে আসেন জয়েন্ট রেজিস্ট্রার স্বপন রক্ষিত। তাঁর কাছে ক্ষোভ উগরে দেন পড়ুয়ারা। স্বপনবাবু বলেন, ‘উপাচার্য এবং ফিনান্স অফিসার না থাকায় সমস্যা হচ্ছে। হস্টেলগুলোকে টাকা দেওয়া যাচ্ছে না। এটাই সমস্যার কারণ।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup