ছাত্রীদের স্কুলের পোশাকের ভিতর থেকে উঁকি মারছে ইনার। আর স্কার্টের নীচে দেখা যাচ্ছে রঙিন লেগিন্স। এই কারণে স্কুলের নিয়ম শৃঙ্খলা নষ্ট হচ্ছে থেকে শুরু করে ড্রেস কোড মানা হচ্ছে না বলে অভিযোগ তোলে স্কুল কর্তৃপক্ষ। এই কারণ দেখিয়ে ছাত্রীদের লেগিন্স–গেঞ্জি খুলিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। আর তাতেই সরগরম হয়ে উঠল আসানসোলের বারাবনির এক স্কুল।
ঠিক কী অভিযোগ ছাত্রীদের? বারাবনির এই স্কুলটির নাম ‘পুঁচরা ভগবান মহাবীর দিগম্বর জৈন উচ্চ বিদ্যালয়’। এখানের ছাত্রীদের অভিযোগ, জামার ভিতর ইনার এবং স্কার্টের নীচে লেগিন্স পরে আসলে নির্দেশ দেওয়া হচ্ছে খোলার। বলা হচ্ছে, বাথরুমে গিয়ে খুলে আসতে। এই খবর প্রকাশ্যে আসতেই অভিভাবকরা বিক্ষোভ দেখান প্রধানশিক্ষকের বিরুদ্ধে। প্রধানশিক্ষক অভিজিৎ উপাধ্যায়কে স্কুল থেকে বদলিরও দাবি তোলেন তাঁরা। কিন্তু প্রধান শিক্ষক–সহ অন্যান্য শিক্ষক–শিক্ষিকারা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাতে আরও জটিলতা বেড়েছে।
স্কুল কর্তৃপক্ষের বক্তব্য কী? এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, রঙিন লেগিন্স খুলে ফেলার নির্দেশ দেওয়া হলেও ইনার–গেঞ্জি খোলার কথা বলা হয়নি। আর বিক্ষোভ দেখিয়ে ছাত্রীরা কেঁদে ফেলে। এই অপমান সহ্য করতে পারছে না বলে চিৎকার করতে শুরু করে। ঘটনাস্থলে আসে বারাবনি থানার পুলিশকেও। তুমুল সমস্যা তৈরি হয়।
এই ঘটনায় অভিভাবকদের বক্তব্য, ‘মেয়েরা এখন বড় হয়েছে। নানা শারীরিক অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই লেগিন্স পরিয়ে পাঠাতে হয়। কিন্তু লেগিন্স খুলে নেওয়া হচ্ছে। এমনকী জামার ভিতর গেঞ্জিও বাথরুমে নিয়ে গিয়ে খোলানো হচ্ছে। ওই পোশাকের বিষয়ে অভিভাবকদের জানাতে পারত স্কুল কর্তৃপক্ষ। খুলিয়ে দেওয়ার অধিকার কে দিয়েছে?’