বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাত বাড়লেই আসছে শব্দ, পরীক্ষা বাতিলের আর্জি পড়ুয়াদের, 'অজুহাত', দাবি কলেজের

রাত বাড়লেই আসছে শব্দ, পরীক্ষা বাতিলের আর্জি পড়ুয়াদের, 'অজুহাত', দাবি কলেজের

রাত বাড়লেই আসছে শব্দ, পরীক্ষা বাতিলের আর্জি পড়ুয়াদের, 'অজুহাত', দাবি কলেজের

এক পড়ুয়ার দাবি, ‘হোস্টেলে একটি জুতোর ছাপও পাওয়া গিয়েছে।’

রাত হলেই একটা গা ছমছমে ভাব। ধুপধাপ আওয়াজ। কোনো একজনের ছাদে হেঁটে চলার শব্দ। এমনই এক 'অশরীরী আত্মার' আনাগোনা দুর্গাপুরের এক নার্সিং হোস্টেলে। এমনই দাবি তুলে পরীক্ষা বাতিলের আর্জি জানালেন পড়ুয়ারা।

দুর্গাপুরের বিধাননগর এলাকায় একটি নার্সিং হোস্টেলে বহু পড়ুয়াদের বাস। তাঁদের দাবি, গভীর রাতে হোস্টেলের ছাদে নানারকমের ভূতুড়ে কাণ্ডকারখানার ঘটনা ঘটে। ওয়ার্ডেন বা গার্ডকে ডেকে তাঁরা সে কথা জানিয়েছেন। কিন্তু তাঁরা সেসব কথা হেসেই উড়িয়ে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে এতদিন তাঁরা হোস্টেলে ছিলেন না। এখন পরীক্ষা অফলাইনে নেওয়ার কথা বলায় পড়ুয়ারা হোস্টেলে এসে থাকতে শুরু করে। রাত হলেই নানা ধরনের আজগুবি ঘটনা ঘটতে শুরু করেছে হোস্টেল জুড়ে। হোস্টেলে থেকে পরীক্ষা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পড়ুয়ারা। তাঁরা দাবি জানিয়েছেন, পরীক্ষা বাতিল করতে হবে বা পিছিয়ে দিতে হবে। এই দাবিতে মঙ্গলবার হোস্টেল চত্বরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। এক পড়ুয়ার দাবি, 'হোস্টেলে একটি জুতোর ছাপও পাওয়া গিয়েছে। যদি সত্যিই কোনও ভৌতিক কাজ হয় বা কোনও মানুষের কারসাজি হয়, তাহলে তা তদন্ত করে দেখা উচিত। কিন্তু আমাদের কথার কোনও পাত্তা দেওয়া হচ্ছে না।'

এই প্রসঙ্গে হোস্টেল কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, এতদিন অনলাইনে ক্লাস হচ্ছিল। কিছুদিন আগেই অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। তাতেই পড়ুয়ারা আপত্তি জানায়। আসলে পরীক্ষা না দেওয়ার অজুহাতেই এই সব কথা বলা হচ্ছে। এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি।

বাংলার মুখ খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.