বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Subhendu Adhikari : অভিষেকের ১৫ দিনের চ্যালেঞ্জ! কাঁথিতে পাল্টা সভা করতে পারেন শুভেন্দু

Subhendu Adhikari : অভিষেকের ১৫ দিনের চ্যালেঞ্জ! কাঁথিতে পাল্টা সভা করতে পারেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী। (PTI)

গত শনিবার কাঁথির প্রভাত কুমার কলেজের ময়দান থেকে দেড় ঘণ্টার বক্তব্যের এক তৃতীয়াংশ জুড়ে বিরোধী দলনেতা আক্রমণ করেছেন অভিষেক। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ বিরোধী দলনেতা করেন তারও জবাব দিয়েছেন।

কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর বাড়ি থেকে ২০০ মিটার দূরত্বে সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছুঁড়ে দিয়েছিলেন ১৫ দিনের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এবার কাঁথিতেই পাল্টা সভা করতে চান শুভেন্দু। বিজেপির তরফে অনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করা হলেও দলীয় সূত্রে খবর, আগামী ২১ ডিসেম্বর কাঁথিতে সভার প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া শুরু হয়েছে।

গত শনিবার কাঁথির প্রভাত কুমার কলেজের ময়দান থেকে দেড় ঘণ্টার বক্তব্যের এক তৃতীয়াংশ জুড়ে বিরোধী দলনেতা আক্রমণ করেছেন অভিষেক। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ বিরোধী দলনেতা করেন তারও জবাব দিয়েছেন। সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, '১৫ দিন সময় দিয়ে গেলাম। এই কলেজের মাঠে তুমি খাতা নিয়ে এসো, আমিও আমার খাতা নিয়ে আসব। লোকের সামনে যদি উলঙ্গ করতে না পারি, তবে রাজনীতিতে পা রাখব না।' সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে পাল্টা সভায় 'খাতা' নিয়ে হাজির থাকতে চান শুভেন্দু। জবাব দিতে চান তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগের।

সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে সভার জন্য ইতিমধ্যেই প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কাঁথি কলেজ মাঠ বা কাঁথি রেল স্টেশনে সংলগ্ন মাঠে এই সভা হতে পারে।

প্রসঙ্গত, কাঁথিতে যেদিন সভা করেছিলেন অভিষেক ঠিক সেই দিনই তাঁর নির্বাচনী কেন্দ্র ডায়মণ্ড হারবারে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। দুর্নীতি প্রসঙ্গ তুলে অভিষেককে আক্রমণ করেন তিনি। প্রশ্ন হল অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে জবাবের 'খাতা' নিয়ে যদি কাঁথিতে সভা করেন, তবে অভিষেক কী পাল্টা ডায়মণ্ড হারবারে সভা করবেন? তিনি অবশ্য সভামঞ্চ থেকে জানিয়েছিলেন, কয়েকদিনের জন্য দিল্লি যাচ্ছেন। দিল্লি থেকে ফিরে আবার আসবেন মেদিনীপুরে।

বাংলার মুখ খবর

Latest News

৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.