বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আউশগ্রাম থানার সাব–ইন্সপেক্টর আত্মহত্যা করলেন, পুলিশ ব্যারাকে তুমুল আলোড়ন

আউশগ্রাম থানার সাব–ইন্সপেক্টর আত্মহত্যা করলেন, পুলিশ ব্যারাকে তুমুল আলোড়ন

পুলিশ অফিসার আত্মঘাতী হয়েছেন থানার ব্যারাকে।

বৃহস্পতিবার সকালে তিনি কাজ যোগ না দেওয়ায় তাঁর সহকর্মীরা ডাকতে গেলে দেখা যায় পুষ্পেন ঘোষ পুলিশ ব্যারাকের ঘরের মধ্যে ঝুলছে। তার পরিবার থাকে বর্ধমান শহরে। কি কারণে আত্মহত্যা করলেন?‌ এখনও জানা যায়নি। পুলিশ অফিসারের আত্মহত্যাকে ঘিরে শোকস্তব্ধ পুলিশ মহল। দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়।

আজ, বৃহস্পতিবার একজন পুলিশ অফিসার আত্মঘাতী হয়েছেন থানার ব্যারাকে। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। কারণ সকালেই তাঁর ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল। থানার ব্যারাকে নিজের ঘরের মধ্যেই আত্মঘাতী হন তিনি। বুধবার সন্ধ্যায় ডিউটি সেরে থানার ব্যারাকে ফিরে আসেন। তারপর আজ, বৃহস্পতিবার সকালে ডিউটিতে যোগ না দেওয়ায় সন্দেহ হয় অন্যান্যদের। তখন তাঁর খোঁজে ব্যারাকে এসে নির্দিষ্ট করা ঘরে গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, মৃত সাব ইন্সপেক্টরের নাম পুষ্পেন ঘোষ (৪৬)। এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানায়। তিনি কয়েকদিন যাবত একটু অন্যমনস্ক ছিলেন। তবে আত্মহত্যা করবেন কেউ ভাবতে পারেননি। একসঙ্গে খাওয়া, গল্প করা সবই করে ব্যারাকে ফিরেছিলেন। তারপর আজ ডিউটিতে যোগ না দেওয়ায় সহকর্মীরা তাঁর ঘরে যান। সেখানে গিয়েই পুষ্পেনবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। তখনই থানায় খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। আর সেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এদিকে গতকাল সন্ধ্যায় ডিউটি সেরে থানার ব্যারাকে চলে যান তিনি। এরপর আজ বৃহস্পতিবার সকালে তিনি কাজ যোগ না দেওয়ায় তাঁর সহকর্মীরা ডাকতে গেলে দেখা যায় পুষ্পেন ঘোষ পুলিশ ব্যারাকের ঘরের মধ্যে ঝুলছে। তার পরিবার থাকে বর্ধমান শহরে। কি কারণে আত্মহত্যা করলেন?‌ সেটা এখনও জানা যায়নি। পুলিশ অফিসারের আত্মহত্যাকে ঘিরে শোকস্তব্ধ পুলিশ মহল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনা খতিয়ে দেখছেন আউশগ্রাম থানার পুলিশ অফিসাররা।

আর কী জানা যাচ্ছে?‌ অন্যদিকে এই ঘটনা থেকে মানসিক অবসাদের তত্ত্ব মিলছে। গোটা ঘটনার বিষয়টি জেলা পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জানা গিয়েছে, পুষ্পেন বাবুর পরিবার বর্ধমানে থাকেন। এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। কি কারণে কর্তব্যরত একজন এসআই আত্মঘাতী হলেন সেই বিষয়ে তদন্ত করে দেখা হবে। জেলা পুলিশ তাঁর পরিবারের পাশে আছে।’ গতকাল রাতে তিনি খাওয়া–দাওয়া করেছিলেন। তারপর সকাল থেকে তাঁকে দেখা যায়নি। অনেকেই ভেবেছিলেন ঘরে বিশ্রাম নিচ্ছেন পুষ্পেনবাবু। কিন্তু বেলা গড়াতেই চমকে ওঠা খবর সামনে আসে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.