বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sukanta Majumdar: ‘এ রাজ্যে সেতু ভাঙলে কেন তদন্ত হয় না?’ গুজরাট প্রসঙ্গে রাজ্যকে কটাক্ষ সুকান্তর

Sukanta Majumdar: ‘এ রাজ্যে সেতু ভাঙলে কেন তদন্ত হয় না?’ গুজরাট প্রসঙ্গে রাজ্যকে কটাক্ষ সুকান্তর

সুকান্ত মজুমদার। ফাইল ছবি।

উত্তর কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পোস্তা ব্রিজ ভাঙার ঘটনা প্রায় ৬ বছর হতে চলল। কিন্তু এখনও পর্যন্ত কাউকে শাস্তি দেওয়া হয়নি।’ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গ্রামীন এলাকায় কমপক্ষে ৫০ টি ব্রিজ ভাঙার মুখে রয়েছে বলে তার অভিযোগ।

গুজরাটে মৌরবি জেলায় সেতু বিপর্যয়ের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অবধি মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪১ জনের। সেই ঘটনায় তদন্তের জন্য তৈরি হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। সেই প্রসঙ্গ তুলে এবার পশ্চিমবঙ্গের শাসক দলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ‘পশ্চিমবঙ্গে সেতু ভেঙে গেলে কেন তদন্ত হয় না’ তা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

পূর্ব মেদিনীপুরের তমলুকে পিঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘গুজরাটে সেতু দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সব থেকে বড় কথা হল তদন্ত হবে। আর তদন্ত হলে যারা অপরাধী তারা ধরা পড়বে। কিন্তু পশ্চিমবঙ্গে কোনও সেতু ভেঙে গেলে তার তদন্ত হয় না।’ এ প্রসঙ্গে বলতে গিয়ে উত্তর কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পোস্তা ব্রিজ ভাঙার ঘটনা প্রায় ৬ বছর হতে চলল। কিন্তু এখনও পর্যন্ত কাউকে শাস্তি দেওয়া হয়নি।’ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গ্রামীন এলাকায় কমপক্ষে ৫০ টি ব্রিজ ভাঙার মুখে রয়েছে বলে তার অভিযোগ।

দুই দিনের জন্য পূর্ব মেদিনীপুর জেলা সফরে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। রবিবার জেলায় একাধিক জায়গায় কর্মসূচিতে যোগদান করেন। আজ সোমবার সকালে পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে পুজো করেন। পুজো দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেমন অসুর নাশ করেন পশ্চিমবঙ্গে অসুরের সংখ্যা বেড়ে গিয়েছে। আগামী দিনে তিনি যেন বাংলায় অসুর নাশ করেন।’

বন্ধ করুন