উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনে করার অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জে। এই ঘটনা নিয়ে রীতিমতো ফুঁসছে গোটা এলাকা। ইতিমধ্যেই বড়মাপের বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষজন। পুলিশ এখানে দেহ উদ্ধার করতে এলে তাঁদের ঘিরে চলে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর। কালিয়াগঞ্চের মালগাঁও পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রামের বাসিন্দা ছিল ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। এলাকারই এক যুবক এই খুন–ধর্ষণের পিছনে রয়েছে। তবে এই ঘটনা নিয়ে এবার আসরে নেমে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ঠিক কী বলেছেন শুভেন্দু? কালিয়াগঞ্জ কাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি টুইট করে লেখেন, ‘বাংলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দুঃখের বিষয় ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ। দুর্ভাগ্যজনকভাবে যার মূল্য চোকাতে হচ্ছে মহিলাদের। রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে।’ যদিও তৃণমূলে নবজোয়ার কর্মসূচি এখনও শুরু হয়নি। কিন্তু সেই কর্মসূচির সঙ্গে এই ঘটনা মিলিয়ে দিলেন নন্দীগ্রামের বিধায়ক।
কেমন পরিস্থিতি দেখা দিয়েছে? উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সাহেব ঘাটায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর এমন নৃশংস মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। দোষীদের শাস্তির দাবিতে আজ, শুক্রবার মালগাঁওয়ের সাহেব ঘাটায় এলাকার মানুষজন বিক্ষোভ দেখাতে থাকেন। সাধারণ মানুষের অভিযোগ, বৃহস্পতিবার রাতে এলাকার ওই নাবালিকা ছাত্রীকে হত্যা করে পুকুরে ফেলে দেয়। এই ঘটনার পিছনে কারা জড়িত তার সন্ধানে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এই ঘটনার প্রতিবাদে এলাকার স্থানীয় মানুষরা ইটাহার কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
ঠিক কী বলছেন সুকান্ত? বিজেপির রাজ্য সভাপতি এটাকে গণধর্ষণ বলে উল্লেখ করেছেন। আর তা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। আর ঘটনাটি নিয়ে টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘বালুরঘাটের আদিবাসী মহিলাদের পাশবিক হেনস্থার পর এবার এক রাজবংশী নাবালিকাকে গণধর্ষণ! রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এখনও বলবেন বাংলার শান্তি– শৃঙ্খলার কথা! যেখানে আপনার রাজত্বে বাংলা নারী নির্যাতনের স্বর্গ রাজ্যে পরিণত হচ্ছে, সেখানে আপনি উত্তরপ্রদেশ নিয়ে প্রশ্ন তোলেন। ছিঃ মুখ্যমন্ত্রী!’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup