পঞ্চায়েত ভোটের আগে ভোট লুঠ করা অসুরদের বঁটি - ঝাঁটা দিয়ে বধ করার নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার বাঁকুড়ার সোনামুখি বিধানসভার নিত্যানন্দপুুরে মহিলাদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি। সুকান্তবাবুর এই মন্তব্য প্ররোচনামূলক বলে মনে করছে তৃণমূল।
এদিন সুকান্তবাবুকে বলতে শোনা যায়, ‘তৃণমূল একটা মিথ্যে কথা বলল, আপনিও ভয় পেয়ে ওদের ভোট দিয়ে দিলেন। এটা করলে চলবে না। আজকে মিঠুনদার সামনে আমাকে কথা দিতে হবে পঞ্চায়েত ভোটে আপনারা বিজেপির ঝান্ডা এবং ডান্ডা নিয়ে বুথে বুথে বেড়াবেন। আর যে অসুরেরা বুথ লুঠ করতে আসে আমার মা দুর্গারা সেই বুথ লুঠ করা অসুরদের বধ করবেন, বঁটি হাতে, ঝাটা হাতে এগিয়ে যাবেন। নিজেদের বুথ নিজেরা রক্ষা করবেন’।
সুকান্তবাবুর মন্তব্যকে প্ররোচনামূলক বলে দাবি করে স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ‘পঞ্চায়েত ভোটের আগে হিংসায় উসকানি দিচ্ছে বিজেপি। দলের রাজ্যস্তরের নেতারা জেলায় জেলায় ঘুরে পরিস্থিতি অশন্ত করার চেষ্টা করছেন। এটাই বিজেপির রাজনীতি। ওরা গণতান্ত্রিকভাবে তৃণমূলকে হারাতে পারবে না বুঝে হিংসাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে।’