বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sukanta Majumder on Nabanna Abhijan: ‘লড়াই হবে লড়াই...’, সকাল সকাল চ্যালেঞ্জ সুকান্তর, বললেন, ‘মমতা ভয় পেয়েছেন’

Sukanta Majumder on Nabanna Abhijan: ‘লড়াই হবে লড়াই...’, সকাল সকাল চ্যালেঞ্জ সুকান্তর, বললেন, ‘মমতা ভয় পেয়েছেন’

সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার

কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে লড়াইয়ের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সরকার বিজেপির ভয়ে কাঁপছে।

বৃষ্টি উপেক্ষা করেই নবান্ন অভিযানে ঝড় তুলতে প্রস্তুত বিজেপি। এদিন কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে লড়াইয়ের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সরকার বিজেপির ভয়ে কাঁপছে। বিভিন্ন জেলা থেকে আগত বিজেপি কর্মী, সমর্থকদের সঙ্গে দেখা করতে এদিন সকালেই হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে তিনি বলেন, ‘সরকার বিজেপির ভয়ে কাঁপছে। চারিদিকে পুলিশ দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। তাই বিজেপির নবান্ন অভিযান আটকানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু লড়াই হবে লড়াই।’

এদিকে এদিন সুকান্ত মজুমদার অভিযোগ করেন, ‘পুলিশি বাধার কারণে আমাদের প্রচুর কর্মী সমর্থক আসতে পারেননি। আফশোস করছেন বাড়িতে বসে। আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। পুলিশ তাঁদের থানায় নিয়ে গিয়েছে। পুরুলিয়ায় অনেককে আটক করে পুলিশ। পরে আবার রাতে তাঁদের বাড়িতেও পৌঁছে দিয়েছে পুলিশ। যাতে পুলিশের বিরুদ্ধে আমরা কোনও কিছু বলতে না পারি। তবে এত কিছুর পরও এক একটা ট্রেন আমাদের কর্মীদের ভিড়ে উপচে পড়ছে। তাঁরা এই নবান্ন অভিযানকে সফল করার জন্য যা করতে হয় সমস্ত কিছু করবে।’

সুকান্ত এদিন দাবি করেন, ‘ইতিমধ্যেই প্রায় ৩ হাজার মানুষ হাওড়া স্টেশনে চলে এসেছেন। আরও দু’টো ট্রেন হলে ১০ হাজারের উপরে মানুষ চলে আসবেন। এরপর এখান থেকেই আমরা সবাই নবান্নের দিকে যাব।’ সুকান্ত মজুমদার পুলিশি তৎপরতা প্রসঙ্গে বলেন, ‘বিজেপি উৎশৃঙ্খলতাতে বিশ্বাসী নয়। পুলিশের কাছে আমাদের আবেদন, আপনাদের যে সাংবিধানিক দায়িত্ব আছে, সেটাই পালন করুন। নয়তো আইনশৃঙ্খলা কোনওভাবে বিঘ্নিত হলে সেই দায় পুলিশ প্রশাসনের উপরই পড়বে।’

বন্ধ করুন