বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Tarapith: ‘রাজ্যের মহিলাদের সুরক্ষা প্রার্থনা করেছি’ তারাপীঠে পুজো দিয়ে তোপ সুকান্তর

Tarapith: ‘রাজ্যের মহিলাদের সুরক্ষা প্রার্থনা করেছি’ তারাপীঠে পুজো দিয়ে তোপ সুকান্তর

তারাপীঠে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি সুকান্ত মজুমদার। নিজস্ব ছবি।

আজ তারাপীঠে পুজো দেওয়ার পর সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্যে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটছে তাতে নারীরা, মা-বোনেরা মোটেই সুরক্ষিত নন। নারীদের মায়ের রূপে দেখে এসেছি। কিন্তু, হাঁসখালি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে।’

গত কয়েক মাসে রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে বিজেপি নেতাদের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। এবার তারাপীঠে পুজো দেওয়ার পর রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যে নারীদের সুরক্ষা প্রার্থনা করে তিনি পুজো দিয়েছেন বলে জানালেন।

আজ তারাপীঠে পুজো দেওয়ার পর সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্যে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটছে তাতে নারীরা, মা-বোনেরা মোটেই সুরক্ষিত নন। নারীদের মায়ের রূপে দেখে এসেছি। কিন্তু, হাঁসখালি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে। আমি সাংসদ হওয়ার পর বহু ধর্ষণের ঘটনা ঘটেছে। মহিলারা সুরক্ষিত নন, তাই তাদের সুরক্ষা চেয়ে মায়ের কাছে প্রার্থনা করেছি। প্রসঙ্গত, আজ সকাল ৯ টা নাগাদ হোটেল থেকে পায়ে হেঁটে তারাপীঠ মন্দিরে যান সুকান্ত মজুমদার। পুজো দেওয়ার পর আবার পায়ে হেঁটে হোটেলে ফেরেন। এরপরে নিজের বালুরঘাট লোকসভা কেন্দ্রে রওনা দেন। বালুঘাটে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই কারণে তিনি বালুরঘাটে যাচ্ছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, ধর্ষিতার নাম ফেসবুকে দেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সুকান্ত মজুমদার। সে নিয়ে নিজের ভুল স্বীকার করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ফেসবুক যারা চালায় তারা ভুল করে এই নাম পোস্ট করে ফেলেছিল। আমি সঙ্গে সঙ্গে তা তুলে নিতে বলেছি।’

একইসঙ্গে একের পর এক ধর্ষণ নিয়ে পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘এ রাজ্যের আইন ব্যবস্থা সামলানো পুলিশের প্রতি আদালতের কোনও ভরসা নেই। তারা দাঁত ও নখবিহীন বাঘের মতো রয়েছেন। তাদের তদন্ত ভরসা নেই বলেই আদালত বারবার সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে। সম্প্রতি বারোটি মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।’ বালুরঘাট ধর্ষণ কাণ্ড নিয়ে তিনি বলেন, ‘আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। যদি নিরপেক্ষ তদন্ত না হয় তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব।’

বাংলার মুখ খবর

Latest News

‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.