স্কুল খুলতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলছে। আবার উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হচ্ছে। সেই পরিস্থিতিতে নতুন করে পশ্চিমবঙ্গের সর্বত্র গরমের ছুটি ঘোষণা না করলেও সরকারি এবং সরকার-পোষিত স্কুলের সময়সূচি হেরফের করার অনুমতি দিল রাজ্যের স্কুলশিক্ষা দফতর। রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে পাঠানো অ্যাডভাইজরিতে স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, যে এলাকায় যে স্কুল অবস্থিত, সেখানকার আবহাওয়া বিবেচনা করে জুনের বাকি দিনগুলিতে ক্লাসের সময়সূচি পালটানো যেতে পারে। তবে এমনভাবে সেই কাজটা করতে হবে, যাতে পড়াশোনা ব্যাহত না হয়। অর্থাৎ স্কুলে গরমের ছুটি বাড়ছে না। কিন্তু প্রবল দাবদাহের বিষয়টি মাথায় রেখে স্থানীয় স্তরে স্কুলের সময়সূচি পালটানোর ছাড়পত্র দিল স্কুলশিক্ষা দফতর।
এমনিতে প্রবল তাপপ্রবাহের জেরে এপ্রিল থেকেই রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুলগুলিতে ছুটি পড়ে গিয়েছিল। তারপর লোকসভা নির্বাচন পেরিয়ে ১০ জুন থেকে পড়ুয়াদের জন্য স্কুল খুলেছে। কিন্তু ছুটির পরে যখন স্কুল খুলেছে, তখন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলছে। ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়ছে খুদেরা। সেই পরিস্থিতিতে সকালে ক্লাস নেওয়ার দাবি উঠছিল। সেইমতো মর্নিং স্কুলের অনুমতি দিয়েছে স্কুলশিক্ষা দফতর।
শিক্ষক মহলের প্রতিক্রিয়া
বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘এই নির্দেশিকাকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি যে বাস্তব পরিস্থিতি অনুযায়ী ৬৫ দিনের পরিবর্তে আগের মতো স্কুলগুলিতে ৮৫টি ছুটি ফিরিয়ে দেওয়া হোক। স্কুলগুলি যাতে পরিস্থিতি অনুযায়ী স্বাধীনভাবে সেই নির্দিষ্ট পরিমাণ ছুটি দিতে পারে, সেটার অনুমতি দিতে হবে। তবেই সার্বিকভাবে পঠন-পাঠন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। আলাদাভাবে সরকারকে অতিরিক্ত ছুটি ঘোষণা করতে হবে না।’
তবে নাম গোপন রাখার শর্তে দক্ষিণ কলকাতার একটি স্কুলের এক শিক্ষক জানিয়েছেন যে আপাতত স্কুলে সেরকম কোনও নির্দেশিকা আসেনি। আজও দিনের বেলায় স্কুল চলছে। সম্ভবত আজ কিছুটা পরে সরকারি নির্দেশিকা আসবে। তারপর স্কুল কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ওই শিক্ষক।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস
আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। আজ এবং আগামিকাল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় প্রবল তাপপ্রবাহ চলতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় তাপপ্রবাহ চলবে। হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভ্যাপসা গরম থাকবে। অস্বস্তিকর গরম থাকবে বাকি জেলাগুলিতেও। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বর্ধমানে তাপপ্রবাহ চলবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে ভ্যাপসা গরম থাকবে।