আশুতোষের পর এবার বজবজ কলেজ। স্নাতক স্তরে ভরতির মেধাতালিকায় নাম উঠল সানি লিওনের। এবার অবশ্য প্রথম হননি। খানিকটা পিছিয়েই পড়েছেন ‘বলিউড অভিনেত্রী’!
দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজে ইংরেজি অনার্সের ১৫১ তম স্থানে সানির নাম উঠেছে। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে কলেজ কর্তৃপক্ষ। তবে মেধাতালিকা থেকে সানির নাম বাদ দেওয়া হয়েছে। কলেজের ছাত্র সংসদের এক সদস্য জানিয়েছেন, মেধাতালিকা তৈরি করে কর্তৃপক্ষ। তারপর তা সার্ভারের দায়িত্বে থাকা ব্যক্তিকে দেওয়া হয়। যিনি ওয়েবসাইটে তালিকা আপলোড করেন। তবে মেধাতালিকায় সানির নাম কীভাবে এল, তা খতিয়ে দেখার জন্য ছাত্র সংসদের তরফে তদন্তের দাবি তোলা হয়েছে।
শুধু বজবজ কলেজ নয়, বারাসত গভর্নমেন্ট কলেজের ইংরেজি অনার্সের মেধাতালিকার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই তালিকায় তিন নম্বরে নাম উঠেছে সানির। সেখানে অবশ্য সানিকে টপকে প্রথম হয়েছেন নীল ছবির অভিনেত্রী ড্যানি ড্যানিয়েলস। তারপরেই রয়েছেন নীল ছবিরই অপর এক অভিনেত্রী। চার নম্বরে রয়েছে পর্ন দুনিয়ার এক অভিনেতা। যদিও আপাতত কলেজের ওয়েবসাইটের মেধাতালিকায় চারজনেরই নাম নেই। ছবিটিরও সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
এদিকে, মেধাতালিকায় সানির নাম থাকা নিয়ে ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। সেই তদন্তে পুলিশ অনেকটা এগিয়েও গিয়েছে বলে সূত্রের খবর। শিক্ষা মহলের অধিকাংশ বক্তব্য, এবার আবেদন প্রক্রিয়া বিনামূল্যে হওয়ায় ইচ্ছা করে সেই কাজ করা হয়েছে।