ফের বিতর্কে কাঁথি পুরসভা। এবার কাঁথি পুরসভার কর্মী ও পুর কর্মচারীদের সংগঠনের সম্পাদক খোকন চক্রবর্তীকে খুনের পরিকল্পনার অভিযোগ উঠল। কোনও রাজনৈতিক দল বা পুলিশকর্মী নয়, এই অভিযোগ উঠেছে কাঁথি পুরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানের বিরুদ্ধে। সম্প্রতি দিলীপ চৌহানের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে খোকন চক্রবর্তীকে শেষ করে দেওয়ার কথা শোনা গিয়েছে। অডিয়ো ক্লিপে নাম রয়েছে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির পুত্র তথা কাঁথি পুরসভার উপপুরপ্রধান সুপ্রকাশ গিরিরও। এই বিষয়টি জানতে পেরেই ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৎস্যমন্ত্রী অখিল গিরি।
কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এমন অবস্থায় তাঁর অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই ছেলের প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন অখিল গিরি। সুপ্রকাশ গিরি নিজেও প্রাণ সংসারের আশঙ্কা করেছেন। তিনি বলেন, ‘অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পরে প্রাণ সংশয় করছি। এ নিয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছি।’
যে অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে তাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে একটি মহিলার সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে। ওই মহিলার সঙ্গে কথোপকথনে শাসকদলের কাদের কাদের টিকিট দেওয়া হবেনা সেটা দিলীপকে বলতে শোনা যাচ্ছে। যেখানে সুপ্রকাশ গিরি, সুরজিৎ নায়ক, তনুশ্রী চক্রবর্তী ও শেখ সাবুলের নামও শোনা যাচ্ছে। এরপরেই খোকন চক্রবর্তীকে শেষ করে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে তাঁকে।
এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। প্রয়োজনে কাঁথি পুরসভার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে বলে জানিয়েছেন কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা। যদিও এই অডিয়ো ক্লিপের কথা অস্বীকার করেছেন দিলীপ চৌহান। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু মন্তব্য করতে চাই না। যারা পুরসভার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে তারাই এসব বলছে। আমি রাজ্য সরকারের কর্মী। কোনও রাজনৈতিক দলের কর্মী নই। সরকার মনে পড়লে আমাকে সরিয়ে দিতে পারে।’