বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > NB Medical College and Hospital: 'কেউ কিছু জানায়নি’, ব্যাগে করে শিশুর মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় দাবি হাসপাতাল সুপারের

NB Medical College and Hospital: 'কেউ কিছু জানায়নি’, ব্যাগে করে শিশুর মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় দাবি হাসপাতাল সুপারের

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। 

মৃত পাঁচ মাসের শিশুর বাবা পেশায় একজন পরিযায়ী শ্রমিক। সন্তানের মৃত্যুর পরেই তিনি ওয়ার্ড লাগোয়া ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স ভাড়া করতে গিয়েছিলেন। কিন্তু, তাঁর কাছ থেকে ৮  হাজার টাকা ভাড়া চাওয়া হয়েছিল। তবে পরিযায়ী শ্রমিকের কাছে ওই টাকা ছিল না।  তাই বাসে করেই তাঁকে ছেলের দেহ নিয়ে যেতে হয়েছিল।

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পর অমানবিক ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা না মেলায় মৃত সন্তানকে ব্যাগে ভরে বাসে করে বাড়ি নিয়ে যেতে হয়েছে অসহায় বাবাকে। সেই ঘটনায় হইচই পড়েছে গোটা রাজ্যে। সরকারি হাসপাতালে ফের এই ধরনের ঘটনা কেন ঘটল? তা নিয়ে উঠছে প্রশ্ন। হাসপাতাল কর্তৃপক্ষও কেন বিষয়টি এড়িয়ে গেল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত শিশুর বাবার দাবি, হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও তাঁর কথায় কোনও গুরুত্ব দেওয়া হয়নি। যদিও হাসপাতালের দাবি, এ ক্ষেত্রে তাদের কিছুই জানানো হয়নি।

মৃত পাঁচ মাসের শিশুর বাবা পেশায় একজন পরিযায়ী শ্রমিক। সন্তানের মৃত্যুর পরেই তিনি ওয়ার্ড লাগোয়া ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স ভাড়া করতে গিয়েছিলেন। কিন্তু, তাঁর কাছ থেকে ৮ হাজার টাকা ভাড়া চাওয়া হয়েছিল। তবে পরিযায়ী শ্রমিকের কাছে ওই টাকা ছিল না। তাই বাসে করেই তাঁকে ছেলের দেহ নিয়ে যেতে হয়েছিল। যদিও হাসপাতালের সুপার দাবি করেছেন, এ বিষয় কেউ কিছু জানায়নি। ওয়ার্ড মাস্টার অফিস, রোগী সহায়তা ২৪ ঘণ্টা খোলা থাকে। সেখানে সহকারী সুপারদের নম্বর দেওয়া থাকে। সেখানে জানালে এই ধরনের সমস্যা হত না।

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের টাকা দিতে না পারায় বৃদ্ধার দেহ কাঁধে তুলে হাঁটতে হয়েছিল স্বামী এবং ছেলেকে। সেই ঘটনার পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তারপরেও কেন হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটল তা কর্তৃপক্ষের কাছে স্পষ্ট নয়। উত্তরবঙ্গ মেডিক্যালে বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। অ্যাম্বুলেন্স মালিকদের বক্তব্য, পরিবারটি আমাদের কাছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চাইছিল। তবে তাঁরা ৮০০০ টাকা ভাড়া চাননি। কিলোমিটার প্রতি ২৫ টাকা করে ভাড়া চাওয়া হয়। হাসপাতাল থেকে কালিয়াগঞ্জের দূরত্ব ২০০ কিমি। 

অনেক ক্ষেত্রে হাসপাতাল ভাড়া মিটিয়ে দিলে রোগীর পরিবার বিনা খরচে পরিষেবা পায়। এ ক্ষেত্রে সে সব কিছু বলা হয়নি। এই ঘটনায় সরকারি হাসপাতাল চত্বরে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্সের উপর কর্তৃপক্ষের কোনও নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ। উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, এই হাসপাতাল থেকে মৃতকে নিয়ে যাওয়ার জন্য কোনও পরিষেবা নেই। রোগীর পরিবার নিজেরাই ব্যবস্থা করে থাকেন। তবে শিশুর বাবার দাবি, তিনি গাড়ি নিয়ে সমস্যার কথা জানাতে গেলে কর্মীরা তাঁকে একটি ঘর দেখিয়ে দেন। সেখানে মৃত্যুর শংসাপত্রপত্র দেওয়া হয়। কিন্তু, গাড়ির কোনও ব্যবস্থায় করা হয়নি বলে তাঁর অভিযোগ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.