অবশেষে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কের সিংহ ও সিংহীর নাম বদলে ফেলা হল। সিংহের নতুন নাম রাখা হয়েছে ‘সুরজ’ এবং সিংহীর নতুন নামকরণ করা হয়েছে ‘তনয়া’। নাম নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা গড়াতেই তা পরিবর্তন করা হবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। সেই মতোই অবশেষে নাম বদল করা হল দুই পশুর।অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জীৎ চৌধুরী জানিয়েছেন, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই সিংহের নতুন নামকরণ করেছেন। এর আগে সিংহের নাম ছিল ‘আকবর’ এবং সিংহীর নাম ছিল ‘সীতা’। সেই নাম নিয়েই তৈরি হয়েছিল বিতর্ক।
আরও পড়ুন: বিতর্কের আবহে বদলাবে আকবর ও সীতার 'পরিচয়', দুই সিংহের নয়া নামের প্রস্তাব বাংলার
১২ ফেব্রুয়ারি এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে ৭ বয়সি সিংহ এবং ৬ বছর বয়সি সিংহীকে ত্রিপুরার সিপাহিজলা জুলজিক্যাল পার্ক থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আনা হয়েছিল৷ তখন তাদের নাম রাখা হয়েছিল আকবর এবং সীতা। এরপরেই নাম নিয়ে বিতর্ক তৈরি হয়। বিশ্ব হিন্দু পরিষদের তরফে দাবি করা হয়, পশুদের এরকম নামকরণ করে হিন্দু ধর্মে আঘাত করা হয়েছে। তাদের তরফে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে । জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলাটি ওঠে। আদালত এনিয়ে রাজ্য সরকারের কাছে তথ্য চেয়ে পাঠায়। তবে আদালতে হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়েছিল যে সিংহগুলির নাম ত্রিপুরায় রাখা হয়েছিল, এখানে আনার পর নামকরণ হয়নি।যদিও পরবর্তীকালে ত্রিপুরার তরফে এই দাবি খারিজ করা হয়।
তবে বিতর্ক তৈরি হওয়ায় পশুদের নাম বদলে ফেলার জন্য রাজ্য সরকারকে মৌখিক নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।এরপরেই শুনানিতে রাজ্যের তরফে দুই পশুর নাম বদলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী হাইকোর্টে বলেছিলেন যে সরকার দুই পশুর নাম পরিবর্তন করতে চায়।
জানা যায়, এরপরই আকবর নাম বদলে সুরজ এবং সীতা নাম বদলে তনয়া করার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে (সিজেডএ) প্রস্তাব পাঠায়। অবশেষে দুই সিংহের নাম পরিবর্তন করা হল। এবার থেকে সব নথিতেই সিংহ এবং সিংহীর নতুন নাম নথিভুক্ত করা হবে যদি এই জুটি ভবিষ্যতে শাবকের জন্ম দেয়, তবে শাবকের বাবা-মায়ের নাম সুরজ এবং তনয়া হিসেবেই নিবন্ধিত হবে বলে বেঙ্গল সাফারির একজন আধিকারিক জানিয়েছেন।