বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাজধর্ম পালন! উচ্ছেদ অভিযানে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় গুড়িয়ে দিল পুরসভা

রাজধর্ম পালন! উচ্ছেদ অভিযানে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় গুড়িয়ে দিল পুরসভা

উচ্ছেদ অভিযানে নেমে ভেঙে গুড়িয়ে দেওয়া হল শাসকদলের শ্রমিক সংগঠনের কার্যালয় (নিজস্ব চিত্র)

সিউড়ি বাসস্ট্যান্ড সংগলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই ছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কার্যালয়। দেওয়ালে আঁকা ছিল ঘাসফুল। দলের নেতা কর্মীরা এই কার্যালয়ের যাতায়াতও করতেন।

একেই হয়তো বলে রাজধর্ম। বীরভূমের সিউড়ি শহরে নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য ড্রেনের উপরে থাকা জবরদখলগুলিকে সরানোর কাজ শুরু করেছে পুরসভা। শহরের বিভিন্ন জায়গায় নর্দমার উপরে থাকা একাধিক দোকানকেও সরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে সিউড়ি বাসস্ট্যান্ড সংগলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই ছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কার্যালয়। দেওয়ালে আঁকা ছিল ঘাসফুল। দলের নেতা কর্মীরা এই কার্যালয়ের যাতায়াতও করতেন। রবিবার সকালে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল কার্যত এই অবৈধ নির্মাণ। সিউড়ি পুরসভার আধিকারিক ও পুলিশের উপস্থিতিতে এদিন এই উচ্ছেদপর্ব চলে।

 তবে পুরসভার পক্ষ থেকে আগাম এব্যাপারে জানানো হয়েছিল। সেইমতো অনেকেই তাঁদের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিয়েছিলেন। শাসকদলের ওই কার্যালয়ের ভেতর থেকেও সংগঠনের জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছিল। সকলের সামনে এদিন ভেঙে ফেলা হল সেই কার্যালয়। এমনকী তৃণমূল সমর্থকদের একাংশর পুরসভাকে এব্যাপারে সহায়তাও করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

বাসিন্দাদের একাংশের মতে,শহরের বিভিন্ন এলাকাতেই নর্দমার উপর অবৈধ নির্মাণ রয়েছে। রাস্তার একাংশ দখল করেও দোকান গড়ে উঠেছে। এর জেরে আরও ঘিঞ্জি হয়ে যাচ্ছে সিউড়ি শহর। নর্দমার উপর দোকান গজিয়ে ওঠায় নর্দমা পরিস্কার করা যাচ্ছে না। তবে দলীয় সংকীর্ণতার উপরে উঠে কোনও পক্ষপাত না করে বৃহত্তর স্বার্থে দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার বিষয়টি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

 

বাংলার মুখ খবর

Latest News

পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন রাস্তার লড়াইয়ে না পেরে মেসোমশাইয়ের কাছে যাচ্ছে তৃণমূল: দিলীপ ঘোষ চার নয়া তারকাকে সেন্ট্রাল চুক্তি দিল অস্ট্রেলিয়া, বাদ গেলেন স্টইনিস-এগররা নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার, বিধিভঙ্গের অভিযোগে জুনের বিরুদ্ধে কমিশনে BJP ‘কবিগুরু গীতবিতান ছুঁড়ে মারতেন’, সাহানার গান শুনে কটাক্ষ! পালটা কী বললেন গায়িকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.