বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মত্তর অবস্থায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মত্তর অবস্থায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রতিকি ছবি

বিয়ের পর থেকেই গৃহবধূর ওপর বিভিন্নভাবে মানসিক এবং শারীরিক অত্যাচার করার অভিযোগ তুলছেন মৃতের মা। পালটা শ্বশুরবাড়ির দাবি মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে শিল্পী বিবির।

গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনা সিউড়ির হারাইপুর গ্রামে। নিহতের নাম শিল্পী বিবি। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে থানার দ্বারস্থ হয়েছেন সন্তানহারা মা।

জানা গিয়েছে, তিন বছর আগে মল্লারপুর থানার অন্তর্গত শিউলিয়া গ্রামের বাসিন্দা শিল্পী বিবির সাথে বিয়ে হয় সিউড়ি থানার হারায়পুর গ্রামের বাসিন্দা আনসার শেখের। দম্পতির ৬ মাসের পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই গৃহবধূর ওপর বিভিন্নভাবে মানসিক এবং শারীরিক অত্যাচার করার অভিযোগ তুলছেন মৃতের মা। পালটা শ্বশুরবাড়ির দাবি মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে শিল্পী বিবির।

তাঁর দাবি, সোমবার রাত্রে ব্যাপক মদ্যপান করে বাড়িতে আসে জামাই আনসার শেখ। মত্ত অবস্থায় মেয়ে শিল্পী বিবিকে খুন করেছে জামাই আনসার। তিনি বলেন, ‘ওরা মিথ্যে বলছে। আমি ১০ দিন আগে সুস্থ মেয়ে পাঠিয়েছি। ওর কোনও অসুস্থতা ছিল না। ওরা খুন করে মিথ্যে বলছে।’

দেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত স্বামীকে আটক করেছে সিউড়ি থানা। কী ভাবে বধূর মৃত্যু হল তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানাচ্ছেন তাঁরা।

 

বন্ধ করুন