মুর্শিদাবাদের সুতিতে ভুয়ো শিক্ষক নিয়োগের তদন্তে নেমে অভিযুক্তের বাবা তথা স্কুলটির প্রধান শিক্ষক অশিস তিওয়ারিকে গ্রেফতার করল CID. কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিআইডি। সোমবার ৭ ঘণ্টা জেরার পর আশিসবাবুকে গ্রেফতার করেন সিআইডির গোয়েন্দারা। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করবে সিআইডি।
সুতির গোথা এআর হাই স্কুলের শিক্ষক অনিমেষ তিওয়ারির নিয়োগ ভুয়ো বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন জনৈক চাকরিপ্রার্থী। আবেদনকারী দাবি করেন, ওই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি অনিমেষের বাবা। তিনিই কারচুপি করে ছেলেকে ভূগোলের শিক্ষক পদে নিয়োগ দিয়েছেন। তিন বছর ধরে বেতনও পাচ্ছেন অনিমেষ। ওই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এর পর একাধিকবার স্কুলে হানা দেন সিআইডির গোয়েন্দারা। হানা দেন অভিযুক্তদের বাড়িতেও। কিন্তু তাদের দেখা পাননি। অবশেষে গত শনিবার বাড়ি গিয়ে অভিযুক্ত বাপ – ব্যাটাকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দিয়ে আসেন তদন্তকারীরা।
সোমবার সিআইডির সামনে হাজিরা দেন অভিযুক্ত প্রধান শিক্ষক আশিস তিওয়ারি।
সিআইডি তদন্তে জানা গিয়েছে, অন্য এক শিক্ষকের সুপারিশপত্রের মেমো নম্বর নকল করে জাল সুপারিশপত্র তৈরি করেছিলেন আশিস তিওয়ারি। সেই সুপারিশপত্রের ভিত্তিতে ছেলেকে নিয়োগপত্র দেন তিনি। কিন্তু একই মেমো নম্বরে ২ জন কী করে দিনের পর দিন বেতন পেলেন সে এক অন্য রহস্য।
গোয়েন্দা সূত্রে খবর, সিআইডির গোয়েন্দাদের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি আশিসবাবু। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে আশিসের ছেলের খোঁজ এখনো পাওয়া যায়নি। মঙ্গলবার আশিসকে জঙ্গিপুর আদালতে পেশ করবে সিআইডি।