বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Durga idol vandalised: সন্দেশখালিতে দুর্গা প্রতিমা ভাঙচুর, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর

Durga idol vandalised: সন্দেশখালিতে দুর্গা প্রতিমা ভাঙচুর, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর

দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সন্দেশখালির ‘মাঝের সার্বেরিয়া নতুন মিলন সংঘ’ ক্লাবে। এদিন সকালে ক্লাবের সদস্যরা দেখতে পান দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে। ভেঙে পড়ে রয়েছে বেশ কয়েকটি প্রতিমা। ঘটনাটি ঘটেছে গ্রামের মন্দিরের ঠিক পাশেই।

আগামী মাসে দুর্গাপুজো। তবে আরজি কর কাণ্ডের প্রতিবাদে বহু ক্লাব দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে। এর পরেই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে উৎসবে ফেরার অনুরোধ করেছেন। কিন্তু, তারই মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেল সন্দেশখালিতে। দুর্গা প্রতিমা ভাঙচুর করার অভিযোগ উঠল। আর এই ঘটনায় বাংলাদেশের সঙ্গে তুলনা টানলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছে, বাংলাদেশের ধাঁচে দেব-দেবীর মূর্তি ভাঙচুরের বাংলাদেশি সংস্কৃতি প্রতিবেশী পশ্চিমবঙ্গে সংক্রামকভাবে প্রবেশ করেছে! একইসঙ্গে এই ঘটনার জন্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন: মহালয়ার দিন কুমোরটুলিতে ছবি তোলা যাবে না, কড়া বিজ্ঞপ্তি জারি মৃৎশিল্প সমিতির

জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সন্দেশখালির ‘মাঝের সার্বেরিয়া নতুন মিলন সংঘ’ ক্লাবে। এদিন সকালে ক্লাবের সদস্যরা দেখতে পান দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে। ভেঙে পড়ে রয়েছে বেশ কয়েকটি প্রতিমা। ঘটনাটি ঘটেছে গ্রামের মন্দিরের ঠিক পাশেই। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায়। এরপর ক্লাবের সদস্যরা ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেন।

যদি এই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করবে না বলেই আশঙ্কা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, ঘটনায় এফআইআর করা হলেও পুলিশ কোনও পদক্ষেপ করবে না। অভিযুক্তদের গ্রেফতার করবে না। কারণ শাসক দলের আশ্রয়প্রাপ্ত এবং তৃণমূলের ভোটব্যাঙ্ক। এই ঘটনায় ক্লাবের সদস্যরা গ্রামেরই কয়েকজন সংখ্যালঘুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, কয়েকদিন আগেই মুনছর মোল্লা ও ফজের আলি মোল্লা গ্রামের মন্দির ভাঙচুরের হুমকি দিয়েছিল। শুধু তাই নয়, তারা বাংলাদেশি। আরও অভিযোগ, তারা তৃণমূলের উপপ্রধান যাদব মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী।

উল্লেখ্য, বাংলাদেশে প্রায়ই দুর্গাপুজোর আগে ভাঙচুরের অভিযোগ ওঠে। তাছাড়া, মন্দিরে ভাঙচুর করার অভিযোগ প্রায়ই শোনা যায়। সেই প্রসঙ্গ টেনেই শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, ‘বাংলাদেশের সংস্কৃতি এখন পশ্চিমবাংলাতেও দেখা যাচ্ছে।’ নিজের এক্স হ্যান্ডেলে এর ছবি এবং ভিডিয়ো পোস্ট করে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের কাছে অনুরোধ করেছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি বলেছেন, ‘এটা বাংলাদেশ নয়, ভারত।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

দেখা মিলল না রাহুলে, মা-ছেলের জুটিতে জমজমাট পুজো, সহজের ছবি তুলে দিল প্রিয়াঙ্কাই আন্দোলনকারীদের 'নকশাল' আখ্যা দিয়ে বিস্ফোরক কুণাল, 'মণ্ডপে' আহ্বান ডাক্তারদের ‘যাঁদের কোল খালি হল, তাঁদের ঘরে জ্বলবে না আলো…’ পুজোর আগে সরব রূপাঞ্জন! ট্রোল হন খারাপ খেললেই, এই কাজের জন্য কেএল রাহুলকে অভিবাদন করতেই হবে! ‘নারীদের যথেষ্ট সম্মান…’ ধর্ষকদের সঙ্গে তুলনা দেখে কী বলছে অসুর সম্প্রদায়? ‘কোথায় রাত্তিরের সাথী? আমাকে বেঞ্চ নিয়ে মারতে এসেছিল’, বললেন নার্স পঞ্চমীতে ডাক্তাদের মহামিছিলে 'না' পুলিশের, অভিযোগ জলের গাড়ি আটকানোর দুর্দান্ত ওপেনিংয়ের পরেও হরিয়ানায় খেই হারাল কংগ্রেস! BJP-র কামব্যাকে মিমের বন্যা মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুকর্ম, ধাক্কা খেয়ে কড়া বার্তা সিপিএমের ‘‌সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে’‌, দুর্গাপুজো উপলক্ষ্যে ঘোষণা মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.