সাংসদ থাকাকালীন তহবিল থেকে ৭ শতাংশ কমিশন দিতে হয়েছে তৃণমূলকে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বুধবার ছিল স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের জন্মদিন। সেই উপলক্ষে মেদিনীপুরের মহিষাদলে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই নিজের পুরোনো দলকে বিঁধলেন শুভেন্দু।
শুভেন্দু এদিন বলেন, ‘আমার এমপি কোটা থেকে সাত শতাংশ করে এদের কমিশন দিতে হত।‘ এরপর শুভেন্দু আরও বলেন, ‘বাংলার পুলিশ কাজ করছে না। তোলা আদায় এবং পিসি-ভাইপোর সেবা করা নিয়ে তারা এখন ব্যস্ত। বাংলার পুলিশ দলদাস পুলিশে পরিণত হয়েছে। একশো দিনের টাকা মারা চোর, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মারা এই চোরগুলোর নামের তালিকা পঞ্চায়েত ভোটের আগেই প্রকাশ করব।’
পাশাপাশি শুভেন্দুর অভিযোগ, কলেজে ভর্তি থেকে প্রাইমারি স্কুলের চাকরি, সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। শুভেন্দুর হুঁশিয়ারি, ‘উত্তরপ্রদেশ ভোটের পর আমাদের পেছনে আবার ঘুরতে হবে এদের।’ শুভেন্দুর আক্ষেপ, ‘স্বাধীনতা জন্য লড়াই করা বীর ও বীরাঙ্গনাদের নাম পাঠ পুস্তকে পাবেন না। বদলে পাবেন সিঙ্গুর আন্দোলনের চিটফান্ড নেতাদের কথা।’
এদিকে শুভেন্দুর এই আক্রমণের পাল্টা জবাব দিতে গিয়ে অধিকারী পরিবারকে বিঁধলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। তাঁর কথায়, অধিকারী পরিবারকে তিনি তৃণমূলে এনেছিলেন। পাশাপাশি শুভেন্দুকে বিঁধে তাঁর দাবি, এককালে রাজ্য সরকারের অনে দফতর সামলানো শুভেন্দু কাটমানির কথা ভালো ভাবেই বলতে পারবে।