সম্প্রতি আরজি করে ধর্ষণ ও হত্যাকাণ্ডে রায়দান করেছে শিয়ালদা আদালত। এই মামলায় আদালত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু যাবজ্জীবন সাজার ঘোষণা করেছে। তবে সেই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় রাজ্য সরকার। তাই এই রায়ের বিরুদ্ধে দোষীর ফাঁসির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে ড্রামা করছেন বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, এ বিষয়ে রাজ্য সরকারের আদালতে যাওয়ার কোনও অধিকার নেই।
আরও পড়ুন: পাবলিক হলিডেতে অফিস করতে বলছে! নেতাজিকে অসম্মান, আমলার মেসেজ ফাঁস করলেন শুভেন্দু
বুধবার নদিয়ার শিমুরালিতে সনাতনী সম্মেলনে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানে যোগ দিয়ে আরজি কর সহ বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। শুভেন্দু অধিকারী জানান, এই ঘটনায় তিনজনের হাইকোর্টে যাওয়ার অধিকার রয়েছে। সঞ্জয় রায়ের পরিবার, মৃত মহিলা ডাক্তারের পরিবার এবং সিবিআইয়ের । শুধুমাত্র তারাই উচ্চ আদালতে যেতে পারে। সেক্ষেত্রে রাজ্য সরকারের উচ্চ আদালতে যাওয়ার কোনও আইনি অধিকার নেই। তাই মুখ্যমন্ত্রী ড্রামা করার জন্য হাইকোর্টে গিয়েছেন। সূত্রের খবর, অযোধ্যায় রামচন্দ্রের ভব্য রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে শিমুরালিতে ‘সনাতনী সম্মেলন’ অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ার শিমুরালি চৌমাথা এলাকায় এই অনুষ্ঠান হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বেশ কয়েকজন বিজেপি বিধায়ক এবং দলীয় কার্যকর্তারা। এদিনের অনুষ্ঠানে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার প্রসঙ্গেও সরব হয়েছেন বিরোধী দলনেতা।
অন্যদিকে, বাঘাযতীনের পর ট্যাংড়ায় ফের বহুতল হেলে পড়ার অভিযোগ সামনে এসেছে। সে প্রসঙ্গেও তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। এনিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, তৃণমূল কাউন্সিলাররা হলেন ‘স্কোয়ার ফুট কাউন্সিলর’। সেই কারণেই একাধিক পুকুর বুজিয়ে আজ তারা বেআইনি নির্মাণ করছেন। আর তারই ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে একইসঙ্গে আরজি কর কাণ্ডে মৃত মহিলা ডাক্তারের পরিবারকে তিনি আশ্বাস দিয়েছেন, বিজেপি তাদের পাশে সবসময় আছে। তাদের পাশে থেকে লড়াই তারা চালিয়ে যাবেন। সেকথাও এদিন জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।