বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি বাংলাদেশে পরিণত হবে: শুভেন্দু

পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি বাংলাদেশে পরিণত হবে: শুভেন্দু

শুভেন্দু অধিকারী ।  (ফাইল ছবি, সৌজন্য পিটিআই এবং এএনআই)

শুভেন্দু বলেন, 'কপিল মুনির আশ্রমের মহান্তকে আড়ালে নিয়ে গিয়ে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায়ই বাংলাদেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে থাকেন। এবার আরও একবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'পশ্চিমবঙ্গ একদিন বাংলাদেশে পরিণত হবে।' বুধবার মহিষাদলের জগতপুরে হিন্দু জাগরণ মঞ্চের বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠানে এমনই মন্তব্য করতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। কটাক্ষের সুরে নন্দীগ্রামের বিধায়ক এদিন বলেন, 'পশ্চিমবঙ্গের বাংলাদেশে পরিণত হতে আর বেশি দেরি নেই।'

মঙ্গলবার কপিল মুনির আশ্রমের প্রধান জ্ঞানদাস মহান্ত মমতার পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন, 'প্রধানমন্ত্রী হওয়া থেকে মমতাকে কেউ আটকাতে পারবেনা। আমরা তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।' মহান্তের এই মন্তব্যের পরেই কটাক্ষের বন্যা বয়ে এসেছে বিরোধী শিবির থেকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, 'উনি রাজনীতির কিছুই বোঝেন না।' এবার জ্ঞানদাস মহান্তের এই মন্তব্য নিয়ে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'কপিল মুনির আশ্রমের মহান্তকে আড়ালে নিয়ে গিয়ে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি একথা বলেছেন।'

একই সঙ্গে আগামী দিনে সনাতন হিন্দুদের জাগ্রত হওয়া এবং ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, মমতার ভূয়শী প্রশংসা করতে শোনা গিয়েছে কপিল মুনি আশ্রমের প্রধান জ্ঞানদাস মহান্তের মুখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে গিয়ে কুম্ভ মেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার তুলনা করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেছিলেন, 'কুম্ভ মেলার মতো গঙ্গাসাগর মেলাও পবিত্র। এই মেলাকে জাতীয় মেলা করার জন্য বহুবার কেন্দ্রের কাছে আবেদন করেছি। কিন্তু তাতে সাড়া দেয়নি কেন্দ্র।' এরপরেই সরব হয়েছে বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে এ নিয়ে আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে।

বন্ধ করুন