বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Suvendu Adhikari: রাজ্যে এত চুরি হয়েছে যে কেন্দ্র টাকা বন্ধ করতে বাধ্য হয়েছে, দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: রাজ্যে এত চুরি হয়েছে যে কেন্দ্র টাকা বন্ধ করতে বাধ্য হয়েছে, দাবি শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। (টুইটার)

হুগলির চুঁচুড়ায় জনসভাতে যোগ দিয়ে তিনি এই চিঠির প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির জন্য দায়ী করেছেন মমতা। শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘আমি গিরিরাজ সিংকে চিঠি লিখেছিলাম। এরপর তিনি আমাকে চিঠি পাঠিয়েছেন। আমার সমস্ত অভিযোগ যে সত্যি তিনি চিঠিতে তা জানিয়েছেন।’

১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বহু প্রকল্পে বহুবার দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি রাজ্যে এসে আবাস যোজনা, ১০০ দিনের কাজ খতিয়ে দেখেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। তবে বিরোধী দলনেতা বরাবরই দুর্নীতির যে অভিযোগ তুলে আসছেন সেই অভিযোগ সত্যি বলে তিনি দাবি করলেন। শুভেন্দুর দাবি, কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং তাঁকে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তাঁর অভিযোগকে সমর্থন জানানো হয়েছে। সোমবার নিজের টুইটারে সে কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পরে হুগলির চুঁচুড়ায় জনসভাতে যোগ দিয়ে তিনি এই চিঠির প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির জন্য দায়ী করেছেন মমতা।

শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘আমি গিরিরাজ সিংকে চিঠি লিখেছিলাম। এরপর তিনি আমাকে চিঠি পাঠিয়েছেন। আমার সমস্ত অভিযোগ যে সত্যি তিনি চিঠিতে তা জানিয়েছেন। আমি টুইটও করেছি।’ প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে বারবার টাকা আটকে টাকা আটকে রাখার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘এই রাজ্যে ১০০ দিনের কাজ বা আবাসের কাজ বন্ধ থাকার জন্য দায়ী রাজ্য সরকার। এত চুরি হয়েছে যে কেন্দ্র সরকার আজ টাকা বন্ধ করতে বাধ্য হয়েছে। এজন্য কেন্দ্র দায়ী নয়, এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।’

প্রসঙ্গত, রবিবার বিজেপির বৈঠকের পর শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর প্রশংসা করেছেন। তিনি বলেছিলেন, ‘কীভাবে দুর্নীতি বন্ধ করতে হয় তা পঞ্চায়েত মন্ত্রী জানেন। তাঁর জন্য হাততালি। বাকি মন্ত্রককেও একই পদক্ষেপ করা উচিত।’ চিঠি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী টুইটারে লেখেন, ‘কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে আমি চিঠি পেয়েছি। এর আগে চিঠিতে একাধিবার দুর্নীতির অভিযোগ জানিয়েছিলাম। কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প বাংলায় নষ্ট হচ্ছে সেই কথা আমি জানিয়েছিলাম। কেন্দ্রীয় যে দল পরিদর্শনে এসেছিল তাদের রিপোর্টেও আমার বক্তব্যকে সমর্থন করা হয়েছে। আবাস যোজনায় উপভোক্তদের তালিকা যথাযথভাবে তৈরি করা হয়নি। শুধু তাই নয়, তৃণমূল প্রভাব খাটিয়ে এগুলি তৈরি করেছে।’ প্রধানমন্ত্রী আবাস যোজনায় লোগো পর্যন্ত ব্যবহার করা হয়নি বলে তিনি অভিযোগ তোলেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন