বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'মুখ যত কম খুলবেন তত ভালো,নয়ত আবার ডাকবে',CBI-এর ভয় দেখিয়ে পার্থকে তোপ শুভেন্দুর

'মুখ যত কম খুলবেন তত ভালো,নয়ত আবার ডাকবে',CBI-এর ভয় দেখিয়ে পার্থকে তোপ শুভেন্দুর

শান্তিপুরে শুভেন্দু অধিকারী

রবিবার প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাটমানি নিয়ে তোপ দাগেন শুভেন্দু। বাংলাদেশের ঘটনায় মমতার নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু।

বরাবরই বিরোধীরা বলে এসেছে যে কেন্দ্র সরকারে থাকা বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলে। নারদা, সারদাসহ অন্যান্য বিভিন্ন চিটফান্ড কাণ্ডে বছরের পর বছর তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থাগুলো। তবে নির্বাচনের আগেই নাকি তত্পর হতে দেখা যায় তাদের। তাছাড়া তদন্তের গতি শ্লথ। আর যখন যাঁকে ভয় পাওয়াতে হয়, সেই সময় সেই নেতাকে নাকি সিবিআই দিয়ে হেনস্থা করানো হয়। কতকটা বিরোধীদের এই সব দাবিকে সত্যি প্রমাণ করেই তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তোপ দাগতে শোনা গেল বিজেপি নেতা তথা রাজ্যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে।

শান্তিপুর উপনির্বাচনের প্রচারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে হুঁশিয়ার করে দিয়ে শুভেন্দু বলেন, 'পার্থবাবু যত কম মুখ খুলবেন তত ভালো। না হলে আবার কেন্দ্রীয় এজেন্সি ডাকাডাকি করতে পারে।' উল্লেখ্য, এর আগে শান্তিপুরে তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে পার্থ বলেছিলেন, 'শুভেন্দু অধিকারী যতবারই প্রচারে শান্তিপুরে আসুন, কোনও পরিবর্তন হবে না। সাধারণ মানুষ তৃণমূলের পাশে ছিলেন, আছেন, থাকবেন।' এই মন্তব্যের প্রেক্ষিতেই পালটা জবাব দিতে গিয়ে পার্থকে সিবিআই জুজু দেখালেন শুভেন্দু।

এদিকে রবিবার প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তোপ দাগেন শুভেন্দু। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, 'আমি মন্ত্রী ছিলাম। তাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে মাত্র দু’টি দফতর কাজ করে। একটি কাটমানি দফতর এবং আর একটি ভাতা বিতরণ দফতর।' বাংলাদেশের ঘটনায় মমতার নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতি করারও অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী।

বাংলার মুখ খবর

Latest News

ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.