বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ওবিসিদের নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, বারাকপুরে সুর চড়ালেন শুভেন্দু

ওবিসিদের নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, বারাকপুরে সুর চড়ালেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী।

এদিন শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘২ মের পর আপনাদের ওপর যে অত্যাচার হয়েছে সুদে আসলে তার হিসাব হবে।’ তিনি বলেন, ‘হালিশহরের চেয়ারম্যান সন্মার্গ চিটফান্ডের কর্ণধার। তিনি আবার পুলিশি নিরাপত্তা পেতেন। তার বাড়ি থেকে ১ কোটি নগদ ও ২ কোটি টাকার ডিড উদ্ধার হয়েছে।

রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষদের নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বিশেষ সম্প্রদায়ের ৯৮ শতাংশ মানুষকে সংরক্ষণ দিয়ে রেখেছেন তিনি। এমনই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার বারাকপুরে বিজেপির ওবিসি মোর্চার বিজয়া সম্মিলনীতে যোগদান করে একথা বলেন তিনি। সঙ্গে বলেন বারাকপুরের ১ মন্ত্রী ও ২ বিধায়ক রয়েছেন সিবিআইয়ের নজরে।

এদিন শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘২ মের পর আপনাদের ওপর যে অত্যাচার হয়েছে সুদে আসলে তার হিসাব হবে।’ তিনি বলেন, ‘হালিশহরের চেয়ারম্যান সন্মার্গ চিটফান্ডের কর্ণধার। তিনি আবার পুলিশি নিরাপত্তা পেতেন। তার বাড়ি থেকে ১ কোটি নগদ ও ২ কোটি টাকার ডিড উদ্ধার হয়েছে। ড্রয়ারে পাওয়া গেছে বেআইনি পিস্তল’।

এর পরই নিশানা ঘোরান বিধায়ক সুবোধ অধিকারীর দিকে। বলেন, সুবোধবাবু ডাক পেয়েছেন। এই এলাকার আরও ১ বিধায়ক ও ১ মন্ত্রীর দিকে সিবিআইয়ের নজর রয়েছে।

ডায়মন্ড হারবারের মথুরাপুর থেকে আল কায়েদা জঙ্গি ধরা পড়াকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এটাই ডায়মন্ড হারবার মডেল। গোসাবা দিয়ে বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকছে। বাসন্তী হাইওয়েকে এরা মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছে।’

 

বন্ধ করুন