বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভাইপো, তিহাড়ের গেটে দেখা হবে: শুভেন্দু অধিকারী

ভাইপো, তিহাড়ের গেটে দেখা হবে: শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী

এদিন শুভেন্দু বলেন, ঝাড় যেমন, বাঁশও তো তেমন হবে। এদের নেত্রী প্রধানমন্ত্রীকে বলেছিলেন কিম্ভূত কিমাকার, বলেছিলেন কোমরে দড়ি পরাব। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন হোঁদল কুৎকুৎ।

রাষ্ট্রপতিকে নিয়ে মমতার মন্ত্রী অখিল গিরির কুমন্তব্যের প্রতিবাদে বিজেপির মিছিল শেষে একযোগে পিসি ও ভাইপোকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে বিশাল মিছিল করেন শুভেন্দু। এই রামনগরেরই বিধায়ক অখিল গিরি। মিছিল শেষে সভা থেকে অখিল গিরির পাশাপাশি বেঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এদিন শুভেন্দু বলেন, ঝাড় যেমন, বাঁশও তো তেমন হবে। এদের নেত্রী প্রধানমন্ত্রীকে বলেছিলেন কিম্ভূত কিমাকার, বলেছিলেন কোমরে দড়ি পরাব। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন হোঁদল কুৎকুৎ। আর বিজেপি সভাপতিকে বলেছিলেন নড্ডা, চড্ডা, হড্ডা, গড্ডা। তার দলের নেতার কাছ থেকে আর কী প্রত্যাশা করা যায়? ঈশ্বরচন্দ্রের মান – সম্মান ধূলোয় মিশিয়ে দিয়েছেন এই রামনগরের বিধায়ক।

সঙ্গে তিনি বলেন, ‘সাইকেল তিহাড়ে গেছে। এবার এক ক্যুইন্টাল তিহাড়ের পথ ধরেছে।’ তাঁর দাবি, দিঘা শংকরপুর উন্নয়ন পরিষদের টাকা রাজ্য সরকারি কর্মীদের বেতন দিতে খরচ করছে রাজ্য সরকার। গত ৬ মাসে সেখানে কী হয়েছে তার সব হিসাব তাঁর কাছে রয়েছে।

ভাষণের শেষে শুভেন্দু বলেন, ‘চোরেদের রানিমার বিরুদ্ধে লড়তে হবে। আমি আছি, কিচ্ছু করতে পারবে না। কার্ডগুলো পাঠাও আর পুলিশকে নিয়ে এসে গেট ওয়েল সুন করো নো প্রবলেম। সব গুছিয়ে রাখছি। ভাইপো, তিহাড়ের গেটে দেখা হবে’।

 

বন্ধ করুন