বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাংলায় মদ বন্ধের জন্য এ বার মা-বোনেদের আন্দোলনে নামতে হবে: শুভেন্দু

বাংলায় মদ বন্ধের জন্য এ বার মা-বোনেদের আন্দোলনে নামতে হবে: শুভেন্দু

শনিবার চণ্ডীপুরে শুভেন্দু।

তিনি বলেন, '২৮ টাকায় মেহুলের মদের বোতল, আর ডিয়ার লটারি? এটাই কি বাংলার বর্তমান আর ভবিষ্যত্‍? তাই মায়েরা জোট বাঁধুন। মদ বন্ধ করতে রাস্তায় নামুন।

রাজ্যে মদ বন্ধের দাবিতে মহিলাদের জোট বাঁধতে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের এক জনসভা থেকে এই আহ্বান জানান তিনি। সভায় হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সেই সভাতেই শুভেন্দু বলেন, ‘বাংলায় মদ বন্ধের জন্য এ বার মা-বোনেদের আন্দোলনে নামতে হবে। শুভেন্দু যাঁদের রাজনৈতিক গুরু বলে মানেন সেই নরেন্দ্র মোদী - অমিত শাহর রাজ্য গুজরাতে বহু দিন ধরেই মদ নিষিদ্ধ। বাংলার পড়শি রাজ্য বিহারেও মদ নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার’। কৌতূহলের বিষয় হল, বাংলায় কি সেই ধারাই শুরু করতে চাইছে বিজেপি?

তিনি বলেন, '২৮ টাকায় মেহুলের মদের বোতল, আর ডিয়ার লটারি? এটাই কি বাংলার বর্তমান আর ভবিষ্যত্‍? তাই মায়েরা জোট বাঁধুন। মদ বন্ধ করতে রাস্তায় নামুন। বাংলায় মদ বন্ধ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মদ খাইয়ে বাংলাকে ধ্বংস করতে চাইছে'।

বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে দেদার মদের দোকানের লাইসেন্স বিলি হয়েছে বলে দাবি বিরোধীদের। তাদের দাবি যে অমূলক নয় তা প্রমাণিত হয়েছে বছর বছর লাফিয়ে বাড়তে থাকা মদের রাজস্বে। এমনকী বিভিন্ন মরশুমে আবগারি দফতরকে মদের রাজস্বের লক্ষ্যমাত্রা পর্যন্ত বেঁধে দেয় রাজ্য সরকার।

 

বন্ধ করুন