চণ্ডীপাঠ কী করে করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রণব মুখোপাধ্যায়ের থেকে শেখা উচিত ছিল। বৃহস্পতিবার বিকেলে মহিষাদলে এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতাকে শুভেন্দুর পরামর্শ, ভাত, মাছ, ডিম খেয়ে চণ্ডীপাঠ করবেন না।
এদিন শুভেন্দু বলেন, ‘চণ্ডীপাঠ আপনি ভুল করছেন, তাও ঠিক আছে। কিন্তু ভাত খেয়ে পায়ে জুতো পরে চণ্ডীপাঠ করতে নেই। চণ্ডীপাঠ কী করে করতে হয় প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে আপনি শিখতে পারতেন। পশ্চিমবাংলার হিন্দুদের চামড়া গন্ডারের থেকেও বেশি মোটা। আমরা কোথায় ২০০ – ৫০০ টাকা পাব আর গর্তে ঢুকে যাব। তার সুযোগ আপনি নিচ্ছেন। এটা যদি উত্তর প্রদেশ, রাজস্থান বা মহারাষ্ট্র হত তাহলে বুঝতেন কেমন ঠেলা। সেটা আস্তে আস্তে হবে’।
এদিন মালবাজার বিপর্যয়ের জন্য মুখ্যমন্ত্রীর পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করাকে দায়ী করেন। তিনি বলেন, ‘পিতৃপক্ষে জোর করে পুজোর উদ্বোধন করলে এসব খারাপ ঘটনা তো ঘটবেই।’ শুভেন্দুর সংযোজন, ‘সনাতন সভ্যতা হাজার হাজার বছরের পুরনো একটি বিজ্ঞান’।
বুধবার বিজয়া দশমীর সন্ধ্যায় বিসর্জন চলাকালীন জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।