গড় শালবনি গিয়ে কু়ড়মি আন্দোলনে গ্রেফতার নেতাদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই সেখানে হাজির হন তিনি। গ্রেফতার কুড়মি নেতাদের আইনি সাহায্যের পাশাপাশি আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা।
এদিন দুপুরে গড় শালবনি পৌঁছে গ্রেফতার কুড়মি নেতা অজিত মাহাতোর বাড়ি যান তিনি। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, তিনি কুড়মি আন্দোলনের পাশে আছেন। দরকারে কুড়মি নেতাদের আইনি সাহায্য করবেন তিনি। সঙ্গে তিনি বলেন, গ্রেফতার কুড়মি নেতাদের পরিবার আর্থিক অনটনা রয়েছে। তাদের আর্থিক সাহায্য করবেন তিনি। এর পর সেখান থেকে খড়গপুরে গ্রেফতার কুড়মি নেতা রাজেশ মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে রওনা হন তিনি।
বলে রাখি, গত শুক্রবার ঝাড়গ্রামের গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের একাধিক গাড়িতে হামলা হয়। ভাঙচুর করা হয় মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি। তৃণমূলের দাবি, এই ঘটনায় যুক্ত কুড়মি আন্দোলনকারীরা। শনিবার থেকে কুড়মি নেতাদের গ্রেফতার করতে শুরু করে পুলিশ। এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ১০।
বিজেপির দাবি, কুড়মি আন্দোলনকারীদের ওপর দমন – পীড়ন চালাচ্ছে রাজ্য সরকার। তাদের প্রতি প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে।