বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাতে শুভেন্দুর কনভয়কে গাড়ি করে তাড়া, শান্তিকুঞ্জের সামনে থেকে আটক ৩

রাতে শুভেন্দুর কনভয়কে গাড়ি করে তাড়া, শান্তিকুঞ্জের সামনে থেকে আটক ৩

আটক ৩ জনকে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাচ্ছে পুলিশ।

অন্যান্যদিনের মতো বৃহস্পতিবার রাতেও যাবতীয় কর্মসূচি সেরে কাঁথির শান্তিকুঞ্জে নিজের বাড়িতে ফিরছিলেন শুভেন্দুবাবু। পথে হেঁড়িয়ার কাছ থেকে তার কনভয়ের পিছু নেয় ১টি চার চাকা গাড়ি ও একটি মোটরসাইকেল। শুভেন্দুবাবুর কনভয় ধাওয়া করে শান্তিকুঞ্জের সামনে পৌঁছে যায় তারা।

ফের প্রশ্ন উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় শুভেন্দুবাবুর কনভয় অনুসরণ করে তাঁর বাড়ির সামনে পৌঁছে যায় ৩ যুবক। তাদের আটক করে কাঁথি থানার পুলিশের হাতে তুলে দেন শুভেন্দুবাবুর নিরাপত্তারক্ষীরা। কিন্তু যুবকদের নাম পরিচয় জানায়নি কাঁথি থানা।

অন্যান্যদিনের মতো বৃহস্পতিবার রাতেও যাবতীয় কর্মসূচি সেরে কাঁথির শান্তিকুঞ্জে নিজের বাড়িতে ফিরছিলেন শুভেন্দুবাবু। পথে হেঁড়িয়ার কাছ থেকে তার কনভয়ের পিছু নেয় ১টি চার চাকা গাড়ি ও একটি মোটরসাইকেল। শুভেন্দুবাবুর কনভয় ধাওয়া করে শান্তিকুঞ্জের সামনে পৌঁছে যায় তারা। এর পর শুভেন্দুবাবুর নিরাপত্তারক্ষীরা তাদের আটক করে। গাড়ি থেকে আটক হয় ২ জন। সঙ্গে উদ্ধার হয়েছে কিছু ফাইল। আটক হয়েছেন মোটরসাইকেল চালকও। এর পর কাঁথি থানায় ফোন করে ঘটনার কথা জানানো হয়। কাঁথি থানার পুলিশ ৩ জনকে আটক করে নিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় গাড়ি ২টিও।

অভিযোগ, ধৃতদের নাম – পরিচয় প্রকাশ করছে না পুলিশ। কেন তারা শুভেন্দুবাবুর কনভয় ধাওয়া করেছিল তাও জানাচ্ছে না তারা। এই ঘটনায় বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। গত কয়েকমাসে একাধিকবার দুর্ঘটনার মুখোমুখি হয়েছে বিরোধী দলনেতার কনভয়। তার মধ্যে এই ঘটনায় উদ্বেগ বেড়েছে শুভেন্দুবাবুর অনুগামীদের।

 

বন্ধ করুন