বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কংগ্রেস জিতেছে তাতে আমি উৎসাহিত নই, কিন্তু তৃণমূল হেরেছে তাতে আমি খুশি: শুভেন্দু

কংগ্রেস জিতেছে তাতে আমি উৎসাহিত নই, কিন্তু তৃণমূল হেরেছে তাতে আমি খুশি: শুভেন্দু

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ফাইল ছবি (ANI)

তাঁর দাবি, গতবারের ভোটে মুসলমানদের খুব টুপি পরিয়েছিল। NRC হয়ে যাবে, আমাদের সব তাড়িয়ে দেবে। বিজেপি ঢুকে পড়বে। সাগরদিঘিতে উলটে গেছে। কংগ্রেস জিতেছে তাতে আমি উৎসাহিত নই। কিন্তু তৃণমূল হেরেছে তাতে আমি খুশি।

সাগরদিঘি নির্বাচনে কংগ্রেস জেতায় তিনি উৎসাহিত নন, তবে তৃণমূল হারায় খুশি হয়েছেন তিনি। রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এক দলীয় সভায় এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় NRC-র ভয় দেখিয়ে মুসলিম ভোটারদের বোকা বানিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

এদিন শুভেন্দুবাবু বলেন, আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিলাম। আর ভবানীপুরে একটা জলজ্যান্ত লোককে পদত্যাগ করতে হল। কারণ ওনাকে মুখ্যমন্ত্রী পদ ধরে থাকতে হবে। আর ভবানীপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন, আমরা মমতা ব্যানার্জিকে সমর্থন করলাম। লে ঠেলা! ওই জন্যই তো ধরে ঢুকাচ্ছে। ব্যক্তিগত আক্রমণ করছে।

তাঁর দাবি, গতবারের ভোটে মুসলমানদের খুব টুপি পরিয়েছিল। NRC হয়ে যাবে, আমাদের সব তাড়িয়ে দেবে। বিজেপি ঢুকে পড়বে। সাগরদিঘিতে উলটে গেছে। কংগ্রেস জিতেছে তাতে আমি উৎসাহিত নই। কিন্তু তৃণমূল হেরেছে তাতে আমি খুশি। আর সংখ্যালঘুরা বুঝেছে NRC-র ঢপ। ঢপের চপ মমতা ব্যানার্জি খাইয়েছিল, সেই চপ আর কাজ করছে না। লোক এখন কর্ম চায়। লোক এখন হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা চায়। আধুনিক শিক্ষা চায়।

বলে রাখি, মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের সারগদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে প্রায় ২৩ হাজার ভোটে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বিজেপি প্রার্থী সুব্রত সাহা সেখানে পেয়েছেন প্রায় ১৪ শতাংশ ভোট।

 

বন্ধ করুন