রাজ্যে সাধারণ মানুষের ওপর নির্যাতনে সিপিএম ও তৃণমূলকে একাসনে বসালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার মহিষাদলে বিজেপির এক দলীয় সমাবেশ থেকে একথা বলেন তিনি। এদিনের সভায় বিস্ফোরক দাবি করে শুভেন্দু বলেন, ‘মমতা ব্যানার্জি রামপুরহাটের বগটুইতে মুসলমান পুড়িয়েছে।’
শুভেন্দু অধিকারীর দাবি, ‘গতবারের ভোটে মুসলমানদের খুব টুপি পরিয়েছিল। NRC হয়ে যাবে, আমাদের সব তাড়িয়ে দেবে। বিজেপি ঢুকে পড়বে। সাগরদিঘিতে উলটে গেছে।’
তিনি বলেন, ‘বামফ্রন্ট রেখে গিয়েছিল ১ কোটি বেকার, পিসিমণি সেটাকে ২ কোটি করেছে। বামফ্রন্ট রেখে গিয়েছিল ২ লক্ষ কোটি টাকা ঋণ, পিসিমণি মাত্র ৬ লক্ষ কোটি করেছে। অর্থাৎ এপিঠ আর ওপিঠ। বামফ্রন্ট গুলি চালিয়ে কৃষক মেরেছে আর মমতা ব্যানার্জি রামপুরহাটের বগটুইতে মুসলমান পুড়িয়েছে’।
বাম – কংগ্রেস নেতাদের গ্রেফতারিতে সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘এখন কাঁদলে কী হবে? মীনাক্ষী বোনকে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। কংগ্রেসের কৌস্তভ বাগচীকে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। বিজেপি তো ডেইলি আক্রান্ত। আমারই ৩৪টা মামলা।’
তাঁর কথায়, ‘সংখ্যালঘুরা বুঝেছে NRC-র ঢপ। ঢপের চপ মমতা ব্যানার্জি খাইয়েছিল, সেই চপ আর কাজ করছে না। লোক এখন কর্ম চায়। লোক এখন হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা চায়। আধুনিক শিক্ষা চায়।’