পশ্চিমবঙ্গ থেকে টাকা ‘সাইফন’ (পাচার) করতে বিদেশ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রাকে এভাবেই ব্যাখ্যা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন, ভাইপোর দুবাই সফরের পরই মুখ্যমন্ত্রী দুবাই যাচ্ছেন কেন?
মঙ্গলবার ১২ দিনের বিদেশ সফরে দুবাই হয়ে স্পেনের উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের বাণিজ্যনগরী বার্সেলোনা ও দুবাইয়ে শিল্প সম্মেলন করার কথা রয়েছে তাঁর। আর মুখ্যমন্ত্রী যখন বিমানে উঠছেন তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘ওখানে টাকা সাইফন হচ্ছে। দুবাইতে কিছু আইন আছে যেখানে বেআইনি টাকা সাইফন হয়। এর আগে ভাইপো, ভাইপোর স্ত্রী ও ভাইপোর শ্যালিকা প্লট রেডি করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই প্লটের সাক্ষী। তিনি দুবাইকে ট্রানজিট পয়েন্ট করেছেন স্পেনে যাওয়ার জন্য নয়, পশ্চিমবঙ্গ থেকে হাওলার মাধ্যমে হুন্ডির মাধ্যমে যে টাকা তার পরিবার সরাচ্ছে সেই টাকাকে ওখানে সুরক্ষিত করার জন্য’।
বলে রাখি, গত মাসেই বিদেশ সফর থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও দুবাই হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর প্রশ্ন, পাশ্চাত্যের দেশে যেতে দুবাইকেই কেন ট্রানজিট পয়েন্ট করছেন মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো?