বিধানসভায় তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে বাম – কংগ্রেসের আশঙ্কার কথাই মেনে নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানালেন, বিধানসভায় নিজের ঘরে ডেকে বিরোধী দলনেতাকে নিজের দলে টানার মতলবে ছিলেন মমতা। শনিবার ডায়মন্ড হারবারে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি এমনটাই বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দু দাবি করেন, ‘ওর পিসি সেদিন কার্যত হাত ধরে মেটাতে চেয়েছিল। আমি অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গা ও অশোক লাহিড়ীকে নিয়ে গিয়ে সে সুযোগ দিইনি’।
গত ২৫ নভেম্বর বিধানসভায় পালিত হয় সংবিধান দিবস। এর পর বিরোধী দলনেতাকে নিজের ঘরে ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পালটা শর্ত দিয়ে শুভেন্দু বলেন, একা যাবেন না তিনি। সঙ্গে যাবেন ৩ জন বিধায়ক। এর পর বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পাল ও অশোক লাহিড়ীকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান শুভেন্দুবাবু। সেখানে মিনিট পাঁচেক কথা হয় ২ জনের। সূত্রের খবর, শুভেন্দুর সামনেই অশোক লাহিড়ীকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেন মমতা। বলেন, আপনি আমাদের দলে চলে আসুন, অর্থমন্ত্রী করে দেব।
শুভেন্দু - মমতা এই সাক্ষাৎ নিয়ে সেটিং তত্ত্বে সরব হয় বাম ও কংগ্রেস। তাদের দাবি, তৃণমূল ও বিজেপির মধ্যে নেতা ও কর্মী চালাচালি চলছে। ফলে শুভেন্দুর তৃণমূলে ফেরা আশ্চর্যের কিছু নয়।