বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Suvendu Adhikari on 6th Pay Commission DA: ’২৪ ঘণ্টার মধ্যে DA’, মমতার সরকারকে আক্রমণ করে ‘প্রতিশ্রুতি’ শুভেন্দুর!

Suvendu Adhikari on 6th Pay Commission DA: ’২৪ ঘণ্টার মধ্যে DA’, মমতার সরকারকে আক্রমণ করে ‘প্রতিশ্রুতি’ শুভেন্দুর!

মহার্ঘ ভাতা নিয়ে আইনি লড়াইয়ের কোনও অন্ত নেই। হাই কোর্ট এর আগে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে। তবে তা না মেনে সেই রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করে সরকার। সেই মামলার শুনানি শেষ। সরকারি কর্মীরা আশা করছেন, এই মামলার রায়ও তাঁদের পক্ষেই যাবে। তবে তাঁদের মনে আশঙ্কা, এরপর রাজ্য সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে। এই আবহে এবার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বড় ‘প্রতিশ্রুতি’ দিলেন ডিএ নিয়ে।