কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযান করেছিল ছাত্র সমাজ,সেই অভিযানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে বুধবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। সেই বনধ চলাকালীনই ভাটপাড়ায় অর্জুন সিং ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় অল্পের জন্যে বেঁচে যান গাড়ির চালক। তবে তিনি জখম হয়েছেন। সেই গুলি চালানোর ঘটনার ভিডিয়ো পোস্ট করে একসঙ্গে তৃণমূল ও পুলিশকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। (আরও পড়ুন: Bangla Bandh LIVE: বনধের আবহে বহু জায়গায় সংঘর্ষ-অবরোধ,ম্লান হচ্ছে আরজি কর ইস্যু?)
আরও পড়ুন: নবান্ন অভিযানে ডিএ আন্দোলনকারীরাও, জারি সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত বিজ্ঞপ্তি
আরও পড়ুন: 'RG করের বোনটিকে উৎসর্গ…', প্রতিবাদীদের 'মন গলাতে' বার্তা মমতার
উল্লেখ্য়, সকালে ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লেগেছে গাড়ির চালকের কানের পাশে। আহতকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি রা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এই বিষয়ে ঘটনার ভিডিয়ো পোস্ট করে শুভেন্দু ক্যাপশনে লেখেন, 'ভাটপাড়ায় বিশিষ্ট বিজেপি নেতা প্রিয়ঙ্গু পান্ডের গাড়িতে গুলি চালাচ্ছে টিএমসির গুন্ডা। ঘটনায় গাড়ির চালক গুলিবিদ্ধ হয়েছেন। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি বিজেপিকে রাস্তায় নামানোর চেষ্টা করছে। বনধ সফল হয়েছে এবং লোকেরা এটিকে আন্তরিকভাবে সমর্থন করেছে। পুলিশ ও তৃণমূল গুন্ডাদের বিষাক্ত ককটেল বিজেপিকে ভয় দেখাতে পারবে না।'
এদিকে আজ বনধের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করেন শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর নেতৃত্বে স্লোগান ওঠে - 'দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ'। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করেন, আগামীতে আরও তিনটি অভিযান চালানো হবে। শুভেন্দু অধিকারী বলেন, 'লালবাজার, নবান্ন এবং কালীঘাট এই তিনটি জায়গায় একদিনে অভিযান চলবে।' তবে এই নিয়ে কোনও দিনক্ষণ ঘোষণা করেননি তিনি। পাশাপাশি শুভেন্দু দাবি করেন, গতকাল নবান্ন অভিযানে ১৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, 'সরকারকে এই গুন্ডামি বন্ধ করতে হবে। সায়ন লাহিড়ীর পরিবারের সঙ্গে আমরা রয়েছি। এর আগে ছাত্রসমাদের চারজনকে ধরা হয়েছিল। তাদের পরিবারের লোকজন কোর্টে গিয়েছিল, কাল সন্ধ্যায় সেই ৪ জনকে ছেড়েছে। তবে আমরা ছেড়ে কথা বলব না। অ্যারেস্ট মেমো দেখাতে হবে এবং কী কারণে গ্রেফতার করা হয়েছে তাও দেখাতে হবে।'