বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > লক্ষ্য ছিল লক্ষাধিকের জমায়েত! শেষে করোনার জেরে শুভেন্দুর সভা বাতিল করল বিজেপি

লক্ষ্য ছিল লক্ষাধিকের জমায়েত! শেষে করোনার জেরে শুভেন্দুর সভা বাতিল করল বিজেপি

শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

বিজেপির অভিযোগ, রাজ্যের বহু জায়গায় এখনও চলছে ভোট পরবর্তী হিংসা। এর প্রতিবাদে ১ লক্ষ কর্মী নিয়ে পুলিশ সুপারের অফিস ঘেরাও করার পরিকল্পনা করেছিল বিজেপি।

ভোট মিটেছে বেশ কয়েক মাস হয়েছে। তবে বিজেপির অভিযোগ, রাজ্যের বহু জায়গায় এখনও চলছে ভোট পরবর্তী হিংসা। পাশাপাশি যেসব ক্ষেত্রে হিংসার অভিযোগ উঠেছে সেখানে পুলিশ পদক্ষেপ নেয়নি বা উলটে বিজেপি কর্মীদের বিরুদ্ধেই মামলা রুজু হয়েছে, এরকম দাবিও করা হয়েছে বহু ক্ষেত্রে। এই বিষয়টিকে ইস্যু করে বারংবার সুর চড়িযেছে গেরুয়া শিবির। দিল্লিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী নিজে। প্রতিবাদে পালিত হয়েছে বলিদান দিবস। এই পরিস্থিতিতে আগামী ৯ অগস্ট পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করার কর্মসূচি নেন শুভেন্দুা। সেখানেই নাকি ১ লক্ষ কর্মী-সমর্থকের জমায়েত করার পরিকল্পনা ছিল বিজেপির। তবে শেষ পর্যন্ত কোভিড বিধির জেরে কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেয় তারা।

সোমবারের কর্মসূচি বাতিল হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছিল গুঞ্জন। এরপর সংবাদমাধ্যকে এক প্রেস বিবৃতির মাধ্যমে বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক জানান, করোনার 'তথাকথিত' লকডাউন উঠতেই রাস্তায় নামবে বিজেপি। যেদিন লকডাউন উঠবে, তার তিন-চার দিনের মধ্যে গেরুয়া শিবির এই কর্মসূচি গ্রহণ করবে। এবং তা তারা সফল করবে বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে। তবে বর্তমানে এই কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে।

এদিকে লকডাউন প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে গেরুয়া শিবির। নবারুণ নায়েকের বিবৃতির শুরুতেই গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে যে আন্দোলন দমিয়ে রাখতেই জোর করে লকডাউন জারি করছে সরকার। অভিযোগ করা হয়, বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হলেও এই সময়ে পুলিশি পাহারায় রাজনৈতিক কর্মসূচি পালন করছে তৃণমূল নিজে। তবে বিজেপিকে কোনও কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হচ্ছে না। উলটে গেরুয়া শিবিরের নেত-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

এর আগে গত ১৫ জুলাই নিমতৌড়িতে পুলিশ সুপারের অফিসের সামনে সভা করতে গিয়ে বেফআঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ সুপারকে জম্মু ও কাশ্মীরে বদলি করার হুঁশিয়ারি ছাড়াও তিনি অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে আসা নির্দেশ অনুযায়ী কাজ করে পুলিশ। আর সেই সব ফোন রেকর্ডও নাকি তাঁর কাছে আছে। পেগাসাস নিয়ে যখন জাতীয় রাজনীতি তোলপাড়, সেই সময় শুভেন্দুর এই মন্তব্যকে হাতিয়ার করে পালটা তোপ দেগেছিল তৃণমূলও।

 

বন্ধ করুন