বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Suvendu Adhikari Slams Abhishek Banerjee: ‘রোজ বিকাশের সাথে কথা হয় অভিষেকের’, কয়লা পাচারকাণ্ডে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Suvendu Adhikari Slams Abhishek Banerjee: ‘রোজ বিকাশের সাথে কথা হয় অভিষেকের’, কয়লা পাচারকাণ্ডে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

অভিষেক বন্দ্যোপাধ্যায় (HT_PRINT)

শুভেন্দুর অভিযোগ, ব্যাঙ্ককে রুজিরার অ্যাকাউন্টের টাকা দিয়েই আট কেজি সোনা কিনে তা বেআইনি ভাবে ভারতে নিয়ে আসা হয়েছিল।

কয়লা পাচারকাণ্ডে অভিষেকের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কয়লা পাচারে অভিযুক্ত ফেরার বিনয় মিশ্রের ভাই বিকাশের সঙ্গে প্রতিদিন কথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য, বিকাশ বর্তমানে জেল হেফাজতে আছেন। 

রবিবার হুগলির উত্তরপাড়ায় বিজেপির একটি কর্মী সম্মেলনে অভিষেককে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, ‘ভাইপোর সঙ্গে প্রতিদিন সন্ধে সাতটার সময় কথা হয় বিকাশের। বিনয়ের ভাই বিকাশ মিশ্র জেলে আছে। বিনয় মিশ্র কোথায় আছে ভাইপো সব জানে। আমিও এজেন্সিকে বলব।’ 

শুধু তাই নয়। এদিন শুভেন্দু আরও দাবি করেন, ব্যাঙ্ককে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল এবং সেই অ্যাকাউন্টের টাকা দিয়ে সোনা কিনে তা  ভারতে আনা হয়েছিল। সভায় একটি নথি দেখিয়ে এই দাবি করেন শুভেন্দু (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। শুভেন্দুর দাবি, ২০১৯ সালের লোকসভা ভোটের আগে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল।  

গতকাল একটি চেক দেখিয়ে শুভেন্দু দাবি করেন, ব্যাঙ্ককে রুজিরার অ্যাকাউন্ট ছিল। পরবর্তীতে ব্যাঙ্ককে গিয়ে রুজিরা সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন বলে দাবি করেছেন শুভেন্দু। তিনি দাবি করেন, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ব্যাঙ্ককে গিয়েছিলেন রুজিরা। সঙ্গে গিয়েছিলেন রুজিরার বোন মেনকা গম্ভীর। সেইসময় নিজের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন অভিষেকের স্ত্রী। সেই অ্যাকাউন্টের টাকা রুজিরার বোন মেনকা গম্ভীরের অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হয়েছিল। শুভেন্দুর দাবি, মেনকার অ্যাকাউন্টে যে টাকা সরানো হয়েছিল, তা দিয়েই আট ব্যাগ সোনা কেনা হয়েছিল। একটি ব্যাগ কলকাতা বিমানবন্দরে ধরা হয়েছিল। বাকি ব্যাগগুলি বিধাননগর পুলিশ ছিনতাই করে নিয়ে চলে এসেছিল বলে দাবি করেন তিনি। 

 

 

বন্ধ করুন