বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'জুতোর তলায় থাকত' মন্তব্যের জন্য শুভেন্দুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাল তৃণমূল

'জুতোর তলায় থাকত' মন্তব্যের জন্য শুভেন্দুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাল তৃণমূল

শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগপত্র।

আদিবাসী সম্প্রদায়কে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করে এদিন লিখিত অভিযোগ দায়ের করে সিঙুর ব্লক যুব তৃণমূল। তাদের দাবি, অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে।

তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা ও দেবনাথ হাঁসদাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাল তৃণমূল। মঙ্গলবার সিঙুর থানায় যুব তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। এর পর শুভেন্দুর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ মিছিল করেন যুব তৃণমূল কর্মীরা।

রাষ্ট্রপতিকে অখিল গিরির কুমন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই সোমবার একটি ভিডিয়ো টুইট করে তৃণমূল। তাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে, এই যে বীরবাহা, দেবনাথ বসে রয়েছে। এরা তো শিশু। এরা আমার পায়ের নীচে থাকত। এর পরই তৃণমূলের তরফে পালটা প্রচার শুরু করা হয়। বিকেলে এই নিয়ে শুভেন্দুবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করলে এড়িয়ে যান তিনি।

এই বক্তব্যে আদিবাসী সম্প্রদায়কে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করে এদিন লিখিত অভিযোগ দায়ের করে সিঙুর ব্লক যুব তৃণমূল। তাদের দাবি, অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। এই দাবিতে থানার সামনে থেকে মিছিল করেন যুব তৃণমূল কর্মীরা।

এদিন পোস্ট অফিসে গিয়ে শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা চেয়ে তাকে চিঠি পাঠান তৃণমূল নেতা-কর্মীরা। বীরবাহাকে নিয়ে মন্তব্যের জন্য এই প্রথম পুলিশে লিখিত অভিযোগ দায়ের হল।

 

বন্ধ করুন