রাজ্যে মিড ডে মিল দুর্নীতিতে সিবিআই তদন্তের দিনই নতুন বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করলেন, কোভিডের সময় পিএম কেয়ারের কোটি কোটি টাকা লুঠ করেছে মমতা ব্যানার্জি। শুক্রবার কৃষ্ণনগরে বিজেপির এক জনসভায় একথা বলেন তিনি। বলেন, এই দুর্নীতির সিবিআই তদন্তের দাবিকে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হবেন তিনি।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘পিএম কেয়ারের হাজার হাজার কোটি টাকা কোভিডের সময় লুঠ করেছে মমতা ব্যানার্জি। রাজীব সিনহা, (নারায়ণ স্বরূপ) নিগম, মহুয়া চক্রবর্তী, মমতা ব্যানার্জির ভাইপো, তার আত্মীয় মহেশ পঞ্জাবি, কিশান পঞ্জাবি সবাই মিলে তন্তুজকে নিয়ে MSME-র সচিব রাজেশ সিনহা সহ পুরো ব়্যাকেট স্বাস্থ্য দফতরের কোভিডের সময় পিএম কেয়ারের টাকা চুরি করেছে। ক্রমশ প্রকাশ্য। এরও সিবিআই দাবি আমরা করব। মমতা ব্যানার্জির মতো চোরকে আমরা বাইরে থাকতে দেব না'।
বগটুই গণহত্যাসহ রাজ্যে বিভিন্ন ঘটনায় মৃতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের চেক প্রকাশ্যে আসলে দেখা যায়, সেই টাকা দেওয়া হয়েছে মিড ডে মিল প্রকল্পের অধীনে। ক্ষতিপূরণ প্রাপকদের মিড ডে মিলের কর্মী হিসাবে দেখিয়ে দেওয়া হয়েছে টাকা। এছাড়া উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিশাল প্রশাসনিক সভা করে কম্বল বিলি করেছিলেন মুখ্যমন্ত্রী। মিড ডে মিলের টাকায় সভার আয়োজন হয়েছিল বলে অভিযোগ। এব্যাপারে তৃণমূলের প্রতিক্রিয়া ছিল, সরকারি টাকা সরকার কী ভাবে খরচ করবে সেটা তাদের ব্যাপার।