বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এবার বারাসতেও শুভেন্দুর নামে পোস্টার, নেপথ্যে ‘দাদার অনুগামীরা’

এবার বারাসতেও শুভেন্দুর নামে পোস্টার, নেপথ্যে ‘দাদার অনুগামীরা’

বারাসাত শহর জুড়ে প্রায় ৪০টি শুভেন্দু অধিকারীর ছবি–সহ দাদার অনুগামী প্রচারিত পোস্টার ফেলল এক ভ্যান চালক।

নেই দলীয় প্রতীক। নেই দলনেত্রীর ছবিও। তবে তিনি আছেন স্বহিমায়। বারাসতে পোস্টারের মাধ্যমে উদয় শুভেন্দু অধিকারীর।

নেই দলীয় প্রতীক। কিন্তু তিনি আছেন স্বহিমায়। আর নেই দলনেত্রীর ছবিও। এভাবেই উত্তর ২৪ পরগণার বারাসাতে উদয় হলেন তিনি। হ্যাঁ, রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সবটাই দাদার অনুগামীর দলীয় প্রতীকবিহীন পোষ্টারের মধ্য দিয়ে। বারাসাত শহরে এখন এটাই চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে পূর্ব মেদিনীপুর ছেড়ে বারাসাত শহরে পোস্টার পড়ায় শুভেন্দুর ব্যাপ্তি নিয়ে ভাবাচ্ছে ঘাসফুল শিবিরকে।

দেখা গেল, বারাসাত শহর জুড়ে প্রায় ৪০টি শুভেন্দু অধিকারীর ছবি–সহ এই দাদার অনুগামী পোস্টার ফেলল এক ভ্যান চালক। তাতে আরও চর্চা তুঙ্গে উঠেছে। অনেকে রসিকতা করে বলছেন, আসলে এই ভ্যান চালকও পরিবহনের সঙ্গে যুক্ত বলেই অনুগামী হয়ে উঠেছে। তবে তিনি কারও সঙ্গে কথা বলেননি। শুধু এই পোস্টার টাঙিয়ে গিয়েছেন। উত্তর ২৪ পরগনার সদর বারাসাতের ডাকবাংলো মোড় থেকে হেলা বটতলা মোড় পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের রাস্তার ধারে এই ভ্যান চালক পোস্টারে পোস্টারে শুভেন্দু অধিকারীর ছবি–সহ ব্যানার টাঙিয়ে দিল।

পরে জানা গেল এই ভ্যানচালক শুভেন্দু অনুগামী নয়। পেটের টানে তিনি এই কাজ করেছেন। আর এই ভ্যানচালক মোহিত বিশ্বাস জানান, ‘‌দাদার অনুগামীরা আমাকে ডাকবাংলা থেকে হেলা বটতলা পর্যন্ত রাস্তার ধার ধরে এই পোস্টারগুলি ফেলতে বলেছে। তার জন্য ভ্যান ভাড়া বাবদ ৪০০ টাকা এবং পোস্টার লাগানোর জন্য অতিরিক্ত ৫০০ টাকায় দিয়েছে।’‌ তবে বারাসাত শহরে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে ‘আমরা দাদার অনুগামী’ নামাঙ্কিত পোস্টারে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

দাদা

বাংলার মুখ খবর

Latest News

সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.