বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গেরুয়া রঙে শুভেন্দুর অফিস খোলা হল কাঁথিতে, রাজ্য–রাজনীতিতে জোর গুঞ্জন

গেরুয়া রঙে শুভেন্দুর অফিস খোলা হল কাঁথিতে, রাজ্য–রাজনীতিতে জোর গুঞ্জন

শুভেন্দুর অফিস

কাঁথি শহরে তৃণমূলের ব্যবসায়ী সমিতির কার্যালয়টি বদলে গিয়ে হয়েছে ‘শুভেন্দুবাবুর সহায়তা কেন্দ্র’। তাৎপর্যপূর্ণভাবে সেই কার্যালয়ের রং নীল–সাদা থেকে বদলে গিয়েছে গেরুয়ায়।

দলের সঙ্গে দূরত্ব বাড়ার পর গেরুয়া পাগড়ি পরে দেখা গিয়েছিল কিছু পোস্টার–ব্যানার। পাগড়ি পরে রয়েছেন পূর্ব মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে কম জল্পনা হয়নি। তবে এবার শুভেন্দু অধিকারীর নামে খোলা হল দফতর। কাঁথি শহরে তৃণমূলের ব্যবসায়ী সমিতির কার্যালয়টি বদলে গিয়ে হয়েছে ‘শুভেন্দুবাবুর সহায়তা কেন্দ্র’। তাৎপর্যপূর্ণভাবে সেই কার্যালয়ের রং নীল–সাদা থেকে বদলে গিয়েছে গেরুয়ায়।

আর এই গেরুয়া রং নিয়েই জল্পনা–কল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেও এখনও শুভেন্দু তৃণমূলের বিধায়ক। ইদানিং কলকাতা–সহ বিভিন্ন জেলায় ‘দাদার অনুগামী’দের পোস্টার পড়েছে। পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও কাঁথি–৩ ব্লকের কুসুমপুর অঞ্চলে ‘দাদার অনুগামী’রা দফতরও খুলেছেন। কিন্তু এই প্রথম সরাসরি শুভেন্দু নাম ব্যবহার করে সহায়তা কেন্দ্র খোলা হল অধিকারী পরিবারের ‘গড়’ হিসেবে পরিচিত কাঁথি পুর এলাকায়। নন্দীগ্রামের বিধায়ক হিসাবে সেখানেই আগেই খুলেছে বিধায়কের দফতর। সেই আলাদা অফিস নিয়েও চর্চা কম হয়নি।

এই গেরুয়া রং নিয়ে অনেকের প্রশ্ন, তাহলে কী বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী?‌ ঠিক কোন কারণে গেরুয়া রং জানতে চাওয়ায় শুভেন্দু ঘনিষ্ঠ জেলা তৃণমূল সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডা বলেন, ‘গেরুয়া রং ত্যাগের প্রতীক। তাই তা ব্যবহার করা হয়েছে।’ কিন্তু তা এতদিন মনে হয়নি কেন?‌ গেরুয়া শিবিরকে সাম্প্রদায়িক বলতে শোনা গিয়েছিল স্বয়ং শুভেন্দু অধিকারীকে। তবে তিনি তখন মন্ত্রিসভায় ছিলেন। এতদিন পর ত্যাগের রং আঁকড়ে ধরার কারণ কী?‌ উঠছে প্রশ্ন।

যদিও কণিষ্কের সাফাই, ‘তৃণমূলের সরকারকে উৎখাত করাই এখন আমাদের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যেই রাজ্য জুড়ে শুভেন্দু অনুগামীরা কাজ করে চলেছেন। ক্ষুদিরামের জন্মদিনে গড়বেতার সভায় দাঁড়িয়ে শুভেন্দু বলেছিলেন, ‘পান্তা খাওয়া ছেলেটা আদর্শের জন্য লড়াই করছে’। সেই আদর্শের লড়াই থেকে শুভেন্দু পিছিয়ে যাবেন না।’‌ তাহলে এতদিন তিনি আদর্শের লড়াই করেননি?‌ কিসের লড়াই ছিল সেটা?‌ এই দফতর খোলার এত প্রয়োজন পড়ল কেন? কনিষ্কের‌ মন্তব্য, ‘মানুষের পাশে থাকার জন্যই এই কেন্দ্র খোলা হয়েছে। এই কেন্দ্রে কেউ সমস্যা নিয়ে এলে প্রয়োজন মতো শুভেন্দুর নির্দেশে সবরকম সহযোগিতা করা হবে।’‌

 

বাংলার মুখ খবর

Latest News

রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.