বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌মিথ্যালগ্নে জন্মালে যা হয় তাই হয়েছে’‌, মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ শুভেন্দুর

‘‌মিথ্যালগ্নে জন্মালে যা হয় তাই হয়েছে’‌, মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী।

বিশ্ব পরিবেশ দিবস পালন করতে রবিবার নন্দীগ্রামে রেয়াপাড়াতে অনুষ্ঠানে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে আক্রমণ করেন তিনি।

আজ, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যালগ্নে জন্ম বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের রেয়াপাড়াতে বিশ্ব পরিবেশ দিবস পালন করতে এসে মুখ্যমন্ত্রীকে এই ভাষাযতেই আক্রমণ করলেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর মন্তব্য নিয়ে এখন ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যদিও পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস।

ঠিক কী ঘটেছে নন্দীগ্রামে?‌ বিশ্ব পরিবেশ দিবস পালন করতে রবিবার নন্দীগ্রামে রেয়াপাড়াতে অনুষ্ঠানে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে আক্রমণ করেন তিনি। এদিন তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে আহ্বান করেছিলেন। সেখানেই গাছ লাগানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর আদেশ মেনেই নন্দীগ্রামের বিধায়ক হিসেবে সেই কাজ করলাম।’

ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী?‌ এদিন রাজ্য সরকারের একাধিক প্রতিশ্রুতি–দুর্নীতি নিয়ে মুখ খোলেন তিনি। নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘আসানসোলের মানুষ অন্তত ২০ বারের বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। তারপরও এখনও জল কষ্ট দূর হয়নি। নন্দীগ্রামে অন্তত ৩০ হাজার বাসিন্দা পরিযায়ী শ্রমিক রয়েছে। সিপিআইএমের সময় ৫ লক্ষ ২০ হাজার পরিযায়ী শ্রমিক ছিল। তখন আমরা আন্দোলন করতাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমলে দু’কোটি বেকার হয়েছে! মমতা বন্দ্যোপাধ্যায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছে! এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক চালু করল। সেখানে এক লক্ষ ছেলে মেয়ের নাম নথিভুক্ত হল। ১৫০০ টাকা বেকার ভাতা দেবে বলেছিল। সব বন্ধ। মিথ্যালগ্নে জন্মালে যা হয় তাই হয়েছে।’

আর কী আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা?‌ শুভেন্দু দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ‘‌গাছ কেনার সময় টাকা ভাগ হয়ে চলে যাচ্ছে! আর টাকা দিচ্ছে ভারত সরকার! শুধু টাকা দাও! টাকা চাই, টাকা দাও! গাছের চারার নাম করে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। শুনে রাখুন ভারত সরকারের কাছে অভিযোগ করেছি। তদন্ত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে তোলামূল পার্টির কাটমানি কালচার।’ এই মন্তব্যের পাল্টা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি সেখ সুফিয়ান বলেন, ‘জীবনের ইতিহাস বাবা মা ছাড়া কেউ বলতে পারে না। স্বাভাবিক ভাবে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় অন্নে প্রতিপালিত হয়েছেন৷ ১১ বছরের মন্ত্রী, সাংসদ–সহ এতকিছু পেয়েছেন। তার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় জন্মের কথা বলবেন! আসলে উনি আয়নায় মুখ দেখুক।’

বন্ধ করুন