বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kunal Ghosh: আর্থিক সাহায্য নিয়ে প্রশ্ন তুলে মৃত্যু নিয়ে রাজনীতি করছেন, শুভেন্দুকে কুণাল

Kunal Ghosh: আর্থিক সাহায্য নিয়ে প্রশ্ন তুলে মৃত্যু নিয়ে রাজনীতি করছেন, শুভেন্দুকে কুণাল

শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ।

এক খাতের টাকা অন্য খাতে ব্যয়ের অভিযোগ তুলে বুধবার এক টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটের সঙ্গে কিছু নথিও তুলে ধরেছেন তিনি। এর প্রতিক্রিয়ায় পাল্টা টুইট করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য দিচ্ছে। নির্মাণ শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এক খাতের টাকা অন্য খাতে ব্যয়ের অভিযোগ তুলে বুধবার এক টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটের সঙ্গে কিছু নথিও তুলে ধরেছেন তিনি। এর প্রতিক্রিয়ায় পাল্টা টুইট করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কটাক্ষ, শত মৃত্যু নিয়ে রাজনীতি করছেন বিরোধী দলনেতা।

কুণাল তাঁর টুইটে লিখেছেন,'সব উপায়ে আপনি আপনার প্রভুদের পাশে দাঁড়ান। যাঁরা শোক করছেন তাঁদের পাশে নয়। এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার হল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা। রাজ্য সরকার ইতিমধ্যেই স্পষ্ট করেছেন অর্থ বিভাগ নির্দিষ্ট সময় নির্মাণ শ্রমিক কল্যাণ বোর্ডের তহবিল ফেরত দেবে।'

প্রসঙ্গক্রমে তিনি কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার কথা উল্লেখ করে লিখেছেন,'বঙ্গ বিজেপির নেতারা কেন্দ্রের কাছে বাংলা মনরেগার বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করেন। এখন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়ে শত শত মানুষের মৃত্যুর রাজনীতি করার চেষ্টা করছেন। ' পুনশ্চ লিখে তিনি আরও লিখেছেন, 'পিএম কেয়ার ফান্ডে ২,৯১৩ কোটি টাকা সরকারি তহবিল থেকে গিয়েছে। সে সব নিয়ে কী ভাবছেন বিরোধী দলনেতা?'

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর দু'বার ওড়িশা গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহদের পরিবারের পাশাপাশি দুর্ঘটনার পর মানসিক ট্রমায় আক্রান্তদেরও আর্থিক সাহায্যে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানা যায়, সেই টাকা দেওয়া হবে নির্মাণ শ্রমিকদের কল্যাণ তববিল থেকে। এই সিদ্ধান্তকেই প্রশ্ন করছেন শুভেন্দু অধিকারী।

তিনি টুইটে লিখেছেন, ‘‌বগটুই ঘটনার পর মিড–ডে মিলের তহবিল থেকে ক্ষতিপূরণের টাকা মিটিয়েছিল রাজ্য সরকার। বারবার কেন নির্দিষ্ট তহবিলের টাকা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে?‌ কেন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে না?’‌ (বিস্তারিত পড়ুন : কেন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে না?’‌ বিস্ফোরক প্রশ্ন শুভেন্দুর)

বন্ধ করুন