বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Suvendu Adhikari: টাকা ফেরতের দাবিতে চাকরিহারাদের নিয়ে কালীঘাট অভিযান,রানাঘাটে হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari: টাকা ফেরতের দাবিতে চাকরিহারাদের নিয়ে কালীঘাট অভিযান,রানাঘাটে হুঁশিয়ারি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী।

১৭ নভেম্বর রানাঘাটে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেখানেই কার্যত জবাবি সভা করলেন শুভেন্দু অধিকারী। যে যে ইস্যুতে অভিষেক বিজেপিকে কটাক্ষ করেছিলেন রানাঘাটের সভা থেকে তার জবাব দিলেন বিরোধী দলনেতা।

আরও কুড়ি থেকে পঁচিশ হাজার চাকরি যাবে রাণঘাটের সভা থেকে ভবিষ্যদ্বাণী করলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টাকা দিয়ে চাকরি পেয়ে আদালতের নির্দেশে যাদের চাকরি যাচ্ছে তাদের নিয়ে টাকা ফেরতে দাবি করে এবার কালীঘাট অভিযানের হুমকি দিলেন বিরোধী দলনেতা।

১৭ নভেম্বর রানাঘাটে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেখানেই কার্যত জবাবি সভা করলেন শুভেন্দু অধিকারী। যে যে ইস্যুতে অভিষেক বিজেপিকে কটাক্ষ করেছিলেন রানাঘাটের সভা থেকে তার জবাব দিলেন বিরোধী দলনেতা। সেই সঙ্গে নিয়ে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু। এসএসসি-র দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন,'বিরোধী দলনেতা হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, ১৮ থেকে ২০ হাজার ভুয়ো নিয়োগ হয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, প্রাথমিক, উচ্চ প্রাথমিকে। কয়েক সপ্তাহের মধ্যে এদের চাকরি যাওয়া উচিত।' এ প্রসঙ্গে তিনি আদালতের বৃহস্পতিবারের রায়ের প্রসঙ্গ তুলে বলেন,'উদ্বোধন হয়ে গিয়েছে। ৯৫২ জনের চাকরি গত কালই চলে গিয়েছে। সবে তো শুরু হল।' এর পরই তার হুঁশিয়ারি,'তিন হাজার ভুয়ো চাকরি দিয়ে ওম প্রকাশ চৌতালা জেলে গিয়েছেন। দশ হাজার চাকরি বাতিল করে ত্রিপুরায় লাল পার্টির সরকার উঠে গিয়েছে। এ রাজ্যে তৃণমূলের একই পরিণতি হবে।' এই প্রসঙ্গে তিনি বলেন,'যাদের চাকরি যাচ্ছে তাঁদের সবাইকে আমরা ডাকব। গান্ধী মূর্তির নীচে জমায়েত করে বলব টাকা ফেরত চেয়ে কালীঘাট চলো। '

নাম না করে অভিষেককে নিশানা

সভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করে শুভেন্দু। তিনি বলেন, 'এখানে গত ১৭ তারিখে একজন এসেছিলেন। তিনি বলেন, আমি এক পয়সাও খাই না। তিনি কী কী খান ? কয়লা, বালি, গরু খান, মদের বোতল থেকে পাঁচ টাকা করে খান। তিনি সর্বভুক। ডাকাত এসেছেন চোর ধরতে।'

তাঁর বক্তব্যে উঠে আসে ডিএ প্রসঙ্গ। তার মতে আদালেত নির্দেশে ডিএ দিতে গেলে সরকারি কর্মচারীদের মাইনে বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় টান পড়বে। তাঁর বার্তা,'পঞ্চায়েতে বিজেপিকে জেতান যোগ্য অবশ্যই আবাস যোজনায় বাড়ি হবে। '

বন্ধ করুন